রমজানের পবিত্রতা রক্ষায় চাঁদপুরে ইসলামী আন্দোলনের স্বাগত মিছিল

রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল রেস্তোরা বন্ধ, নিত্যপণ্যের দাম স্হিতিশিল রাখা ও সকল প্রকার বেহায়াপনা বন্ধের দাবীতে চাঁদপুর ইসলামী আন্দোলনের স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।

২২ মার্চ বুধবার বিকালে চাঁদপুর শহরের শপথ চত্বরে রমজানের স্বাগত মিছিল পূর্বক সভা অনুষ্ঠিত হয়। 

মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি শেখ মোঃ জয়নাল আবেদীন।

বক্তারা বলেন, ৯২ ভাগ মুসলমানের দেশে দ্রব্য মূল্যের এত উদ্ধগতি কখনো এমন হয়নি। সরকার বাজার নিয়ন্ত্রন করতে ব্যর্থ। আমরা একেবারে অভিভাবক হীন হয়ে গেছি। এ সরকার কোনো ভাবেই ব্যবসাকে সিন্ডিকেট মুক্ত করতে পারেনি। সিন্ডিকেট চক্র রমজানকে সামনে রেখে আঙ্গুল ফুলে রাতারাতি কলা গাছ হয়ে যাচ্ছে। রমজানকে সামনে রেখে আমাদের কে রাজ পথে আন্দোলন করার কথা নয়। যে ভাবে দ্রব্য মূল্যের উদ্ধগতি হচ্ছে তাতে করে সাধারন মানুষ না খেয়ে থাকতে হচ্ছে। চরমোনাই পীর সাহেবের নির্দেশে আমরা আজ রাজ পথে নামতে হয়েছে। সরকার বলছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে রাখা হবে। কিন্তু সরকার কিছুই করছেনা। তারা জনগনের সাথে ধোকাবাজি করেছে। তারা দিনের ভোট রাতে নিয়ে ক্ষমতায় বসেছে, তারা জনগনের কথা কিভাবে চিন্তা করবে। দেশে ইসলামী শাষন থাকলে এ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হতো।

জেলা ইসলামী আন্দোলনের সহ প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক এইচ.এম নিজাম ও পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি আবু নাঈম তানভীরের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন চাঁদপুর জেলা শাখার সহ সভাপতি গাজী মোঃ হানিফ, সেক্রেটারি কেএম ইয়াসীন রাশেদসানী, সাংগঠনিক সম্পাদক শাহ জামাল কাজী সোহাগ,অর্থ সম্পাদক মামুনুর রশিদ বেলাল, প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মাওলাানা হেলাল আহমাদ, পৌর ইসলামী আন্দোলনের সহ সভাপতি মাওঃ আব্দু্ললা আল মামুন, জেলা যুব আন্দোলনের সাধারণ সম্পাদক হাফেজ শাহাদাত হোসাইন, জেলা শ্রমিক আন্দোলনের সভাপতি মাওঃ আবুল বাশার তালুকদার, জাতীয় শিক্ষক ফোরামের জেলা সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম, জেলা ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক মোঃ রাকিব হোসেন প্রমুখ।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ২২ মার্চ ২০২৩

Share