Home / চাঁদপুর / রমজানকে স্বাগত জানিয়ে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের র‌্যালী
রমজানকে

রমজানকে স্বাগত জানিয়ে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের র‌্যালী

পবিত্র মাহে রমজানের আগমন উপলক্ষে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের চাঁদপুর পৌরসভা শাখার উদ্যোগে স্বাগত র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আসর শহরের বাইতুল আমীন জামে মসজিদ(সাবেক শপথ চত্তর) থেকে র‌্যালী শুরু হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে মাতৃপীঠ স্কুল মোড় সমাবেশের মাধ্যমে শেষ হয়।

নেতৃবৃন্দ বলেছেন, পবিত্র মাহে রমযান হচ্ছে মহাগ্রন্ত কুরআন নাযিলের, প্রশিক্ষণের মাস। সিয়াম সাধনার মাধ্যমে একজন রোজাদার ব্যক্তি আত্মগঠন, আত্মসংযম এবং আদর্শ সমাজ গঠনের উপযুক্ত করে নিজেকে গড়ে তোলার সুযোগ পেয়ে থাকেন। ধর্মপ্রাণ মুসলমানদের সিয়াম পালনের কাঙ্খিত পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কিন্ত দুঃখজনক হলেও সত্য পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, অশ্লীলতা, নগ্নতা এবং বেহায়াপনার অবাধ বিস্তার পবিত্র মাসের পরিবেশকে কলুষিত করছে। সরকারের শীর্ষ পর্যায় থেকে খেজুরের মতো সুন্নাতের বিষয়টিকে তুচ্ছ তাচ্ছিল্য করে বরই খাওয়ার পরামর্শ দেয়া হচ্ছে। যা জাতির জন্য চরম দুর্ভাগ্যের বিষয়। রমজানের পবিত্রতা রক্ষা কারান্তরীণ সকল রাজবন্দীদের রমযানের পুুর্বেই নিঃশর্ত মুক্তি দিতে হবে।

বিকেলে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে পবিত্র মাহে রমযানের পবিত্রতা রক্ষা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, অশ্লীলতা, বেহায়াপনা ও নগ্নতা বন্ধের দাবিতে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের চাঁদপুর পৌরসভা শাখার আয়োজিত বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তারা উপরোক্ত কথা বলেন।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, মাও: বেলায়েত হোসেন শেখ, জোবায়ের হোসেন, সাইফুল ইসলাম সবুজ, খাজা তানভির আহমেদ প্রমুখ।

স্টাফ রিপোর্টার, ১১ মার্চ ২০২৪