রমজানকে স্বাগত জানিয়ে মতলবে জামায়াতে ইসলামীর মিছিল

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে মতলব দক্ষিণ উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। ২৮ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০ টায় মতলব দক্ষিণ উপজেলা এবং পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য নাগরিকদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবীতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মিছিলটি মতলব পৌরসভা নিউ হোস্টেল মাঠ থেকে বের হয়ে মতলব বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রিক্সা স্ট্যান্ডে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মতলব পৌর জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ জসিম উদ্দিন প্রধানের সভাপতিত্বে ও মতলব পৌরসভা যুব জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক এ এম ইদ্রিস খানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর -২ ( মতলব দক্ষিণ, মতলব উত্তর) আসনের এমপি পদপ্রার্থী ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ডাক্তার আব্দুল মুবীন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুর রশীদ পাটওয়ারী, মতলব উত্তর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ দেওয়ান আবুল বাশার প্রমুখ।

মতলব বাজারে বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করেন এব ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সমবেদনা জানান জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। এসময় সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

Share