ফের বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় সংগীতশিল্পী শাকিলা জাফর। দীর্ঘদিনের একাকীত্বের দাঁড়ি টেনে নতুন জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন রবি শর্মাকে।
ঘরোয়াভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলেও দুজনের পছন্দেই বিয়ের পিঁড়িতে বসেন এ দম্পতি। আড়াই বছর আগে শাকিলা-রবির প্রথম পরিচয়। তবে এ বছরই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন বলে জানা গেছে।
রবি শর্মা তড়িৎ প্রকৌশলী হলেও তিনি একজন কবি। নিয়মিত কবিতা লেখেন। কিছুদিন আগে ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান টাইমস মিউজিক থেকে মুনলাইট হুইসপার নামে তার লেখা গানের একটি অ্যালবাম বেরিয়েছে।

এ প্রসঙ্গে তারকা সংগীতশিল্পী শাকিলা জাফর বলেন, ‘দীর্ঘ দিন আমি রবিকে চিনেছি। ও আপাদমস্তকটাই একজন ভালো মানুষ। ভালো একজন কবিও। আমাদের বোঝাপড়াটা ভালো। আমিও একা ছিলাম। পারস্পরিক বোঝাপড়ার পর বিয়ের সিদ্ধান্ত নেই।’
কণ্ঠশিল্পী শাকিলা জাফর প্রথম বিবাহ বন্ধনে আবদ্ধ হন প্রকৌশলী মান্নার সঙ্গে। তার সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর দীর্ঘ সময় একা জীবন যাপন করেন এ সংগীতশিল্পী।
বিনোদন নিউজ ডেস্ক || আপডেট: ০৪:২৪ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৫, শুক্রবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur