ছাত্রলীগ-ছাত্রদল দুই কূলই হারালেন সেই রনি

ফরিদপুরের আলফাডাঙ্গায় ছাত্রলীগ ও ছাত্রদলের পদে থাকা আলোচিত রায়হান রনি দুই কূলই হারিয়েছেন। উভয় দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ছাত্রলীগ এবং ছাত্রদলের জেলা নেতৃবৃন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

মোহাম্মদ রায়হান রনি ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আবু বক্করের ছেলে ও যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র।

ফরিদপুর জেলা ছাত্রলীগের সদ্যঘোষিত আলফাডাঙ্গা পৌর শাখার কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে পৌর ছাত্রদলের এক নেতার জায়গা হয়েছে বলে অভিযোগ ওঠে। অভিযুক্ত রায়হান রনি নামের ওই ছাত্র উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদে থেকেই উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন বলে সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

বেশ কয়েকদিন ধরে রায়হান রনিকে নিয়ে এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয়। একই ব্যক্তি ছাত্রদল ও ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদ পাওয়ায় আওয়ামী লীগ-বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

তবে অভিযুক্ত রায়হান রনি শনিবার এক সংবাদ সম্মেলনে জানান, তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। কোনোদিনই ছাত্রদলের রাজনীতি করেননি।

রনিকে ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি তামজীদুল রশীদ চৌধুরী রিয়ান বলেন, তাকে নিয়ে প্রশ্ন উঠায় আমরা বিষয়টি তদন্ত করি। তদন্তে অভিযোগের সত্যতা পাই। ফলে শনিবার জরুরি সভা করে পৌর ছাত্রলীগের পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়।

জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন বলেন, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ লঙ্ঘনের দায়ে রায়হান রনিকে ছাত্রদল আলফাডাঙ্গা পৌরসভা কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

অনলাইন ডেস্ক,১৯ জুন ২০২১

Share