ঐতিহ্যবাহী মতলব শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরে সামাজিক দূরুত্ব বজায় রেখে ও বিধিনিষেধ মেনে রথ যাত্রা অনুষ্ঠিত হয় ।
১২ জুলাই সোমবার বিকেলে ৪টার দিকে মতলব জগন্নাথ দেবের মন্দিরে আইন শৃঙ্খলা বাহিনী ও মন্দির কমিটির সকল সদস্যদের সহযোগিতায় এ রথ যাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সকাল থেকে মন্দিরে আগত নারী পুরুষ ভক্ত বৃন্দরা স্বাস্থ্য বিধি ও শারিরীক দুরত্ব বজায় রেখে জগন্নাথ দেবের মন্দির দর্শন করেন। বিকেল ৪ টায় নাট মন্দিরের ভিতরে রথ টান দেওয়া হয়।
রথ যাত্রা অনুষ্ঠান পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসির আরাফাত, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সারোয়ার সরকার লিখন, জগন্নাথ দেব মন্দিরের সভাপতি শংকর রাও নাগ, সহ সভাপতি অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা, নরেশ চন্দ্র সাহা, সাধারন সম্পাদক রাধা কৃষ্ণ সাহা, যুগ্ম সাধারণ গনেশ ভৌমিক, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক বাদল নন্দী, উপজেলা পুজা উদ্যাপ পরিষদের সাধারন সম্পাদক চন্দন সাহা , কানাই সাহা, দুলাল নন্দী, গোপাল জিউর মন্দিরের যুগ্ম আহবায়ক পিতোষ সাহা, বাসুদেব সাহা, অজয় সাহা, বলাই সাহা, সাংবাদিক সমির ভট্টাচার্য্যসহ ভক্ত বৃন্দরা ।
মহামারী করোনা কালীন সময়ে জগন্নাথ দেবের রথ যাত্রা অনুষ্ঠান সুন্দর ভাবে সম্পন্ন করায় সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্দির কমিটির সভাপতি শংকর রাও নাগ।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১২ জুলাই ২০২১