Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়া সাচারে আজ ১৫৪ তম রথযাত্রা
রথযাত্রা

কচুয়া সাচারে আজ ১৫৪ তম রথযাত্রা

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার জগন্নাথ ধাম অঙ্গনে ভারতীয় উপ-মহাদেশের অন্যতম দ্বিতীয় বৃহত্তম শ্রী-শ্রী জগন্নাথ দেবের ১৫৪ তম রথযাত্রা সীমিত পরিসরে আজ সোমবার থেকে শুরু হবে এবং আগামি সোমবার উল্টো রথযাত্রা অনুরূপ ভাবে অনুষ্ঠিত হবে।

হিন্দু সম্প্রদায়ের এ উৎসব রথযাত্রাকে ঘিরে ব্যাপক প্রাণ চাঞ্চল্য দেখা দিয়েছে। তবে মহামারী করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে এবারের রথযাত্রা ও রথমেলা উৎসব স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত বছরও মহামারী করোনার কারনে আমরা রথযাত্রা উৎসব পালন হয়নি। এবছর বড় পরিসরে উৎসব পালন ছোট পরিসরে মন্দির কেন্দ্রীক ভক্তবৃন্দের পূজা ও প্রার্থনা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন, সাচার জগন্নাথ ধাম পূজা ও সাংস্কৃতিক সংঘের সভাপতি বটু কৃষ্ণ বসু।

তিনি আরো জানান, মহামারী করোনা চলমান থাকায় আমরা উৎসব পালন করবো না। তবে রথযাত্রাকে ঘিরে স্বল্প পরিসরে শুধুমাত্র নিয়ম ও স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে পূজা প্রার্থনা হবে। রথযাত্রাকে ঘিরে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে অযথা কেউ রথ মন্দির এলাকায় ঘুরাফেরা না করতে অনুরোধ জানিয়েছেন মন্দির কমিটি।

প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু, ১২ জুলাই ২০২১