রঘুনাথপুর উবির বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হলেন জাকির হোসেন প্রধানীয়া

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন অস্ট্রেলিয়া প্রবাসী ও বিশিষ্ট্য ব্যবসায়ী এবং সমাজ সেবক মো. জাকির হোসেন প্রধানীয়া।

রবিবার (১৭ ডিসেম্বর) সকালে বিদ্যালয় মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আলী আশরাফ খানের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের অভিভাবক সদস্যদের উপস্থিতিতে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সভাপতি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জাকির হোসেন প্রধানীয়া সভাপতি নির্বাতি হন।

এসময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাকির হোসেনের পরিচালনায় ৩নং কালচোঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মানিক হোসেন প্রধানীয়া, বিদ্যালয়ের দাতা সদস্য মো. মোবারক হোসেন বেপারী, অভিভাবক সদস্য মো. জাহাঙ্গীর আলম, মো. আবু বকক্র, মোস্তফা কামাল, ডা: ফয়েজ আহম্মেদ, রঘুনাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ মিয়াসহ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৭ ডিসেম্বর ২০২৩

Share