রংপুরে স্ত্রীকে গর্ভপাতে বাধ্য করায় স্বামীর ১০ বছর কারাদণ্ড

Chandpur Times Desk:

পীরগাছায় স্ত্রীকে গর্ভপাতে বাধ্য করায় স্বামী দুলু (২৮) মিয়াকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার সকালে রংপুর অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি ফারুক মোহাম্মদ রেজাউল করিম বাংলামেইলকে জানান, পীরগাছা উপজেলার প্রতাব বিষু এলাকার মৃত আবু বকর সিদ্দিকের ছেলে দুলু মিয়ার সঙ্গে ২০০৮ সালের ২ নভেম্বর বিয়ে হয় একই উপজেলার জয়সেন এলাকার নূর হোসেনের মেয়ে চায়না বেগমের (২৫)।

তিনি জানান, স্ত্রী চায়না গর্ভবতী হলে ২০১০ সালের ২৬ ফেব্রুয়ারি দুলু মিয়া গর্ভপাতের উদ্দেশ্যে তার পেটে লাথি মারেন। পরে তাকে আহত অবস্থায় প্রথমে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় স্ত্রী চায়না বাদী হয়ে স্বামীর মামলা করেন।

ফারুক মোহাম্মদ আরও জানান, ওই মামলায় দীর্ঘ শুনানি শেষে বুধবার অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান আসামি দুলু মিয়াকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন।

দীর্ঘদিন ধরে আসামি দুলু মিয়া জামিনে ছিলেন। বুধবারই তাকে পুলিশ গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে।

Share