যৌন নিপীড়নের দায়ে ঢাবি শিক্ষক চাকরিচ্যুত

ঢাবি করেসপন্ডেন্ট :

ছাত্রীকে যৌন নিপীড়ন করার অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার এ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক সাইফুল ইসলামকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

সিন্ডিকেটের এক সভায় মঙ্গলবার রাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

আরেফিন সিদ্দিক বলেন, নাট্যকলা বিভাগের শিক্ষক সাইফুল ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় সিন্ডিকেট সদস্যদের মতামতের ভিত্তিতেই তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে।

এর আগে, গত বছরের ১৪ সেপ্টেম্বর থিয়েটার এ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের এক ছাত্রী সাইফুলের বিরুদ্ধে যৌন নিপীড়নের লিখিত অভিযোগ দেন ঢাবি প্রক্টরের কাছে। পরে ঘটনা জানাজানি হয়ে গেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাইফুলের বিচার দাবি করে আন্দোলনে নামে।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিভাগের শিক্ষা কার্যক্রমসহ সব ধরনের প্রশাসনিক কাজ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয় অধ্যাপক সাইফুলকে।

আপডেট :   বাংলাদেশ সময় : ১৬ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, মঙ্গলবার ৩০ জুন ২০১৫ খ্রিস্টাব্দ, ১১:৫৭ অপরাহ্ন

 চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কমপ্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি

Share