পেশায় যৌনকর্মী হলেও তাদেরও মন আছে। মানুষের দুঃখে তাদেরও মন কাঁদে। কিন্তু সমাজ তাদের মন্দ মেয়ে বলে, বাঁকা চোখে দেখে। তাই তারা সাধারণ মানুষের কাছে যেতে পারে না সহজেই। তবে বানভাসি চেন্নাই, তামিলনাড়ুর জন্য আর পাঁচজনের মতোই প্রাণ কেঁদেছে তাদের। বানভাসি অসহায় মানুষগুলোর মুখে একটু খাবার তুলে দেবে বলে বেশ কয়েকটা দিন একবেলা খেয়ে দিন কাটিয়েছে তারা।
বন্যাবিধ্বস্ত তামিলনাড়ুর মানুষের সাহায্যার্থে এক লাখ রুপি দান করেছে মহারাষ্ট্রের আহমেদনগরের যৌনকর্মীরা। এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মহারাষ্ট্রের আহমেদনগরের জেলা প্রশাসক অনিল কাওয়াড়ের হাতে এই আর্থিক সাহায্য তুলে দেয় যৌনকর্মীরা।
জানা গেছে, আহমেদনগর জেলায় কমপক্ষে তিন হাজার যৌনকর্মী আছে। তাদের মধ্যে দুই হাজারের বেশি এগিয়ে আসে বন্যার্তদের সাহায্যার্থে।
নিউজ ডেস্ক ।। আপডেট : ০৩ে:০০ পিএম, ০৯ ডিসেম্বর ২০১৫, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur