যৌক্তিক কথা বলার সুযোগ সকলের থাকতে হবে: শেখ ফরিদ আহমেদ মানিক
চাঁদপুর জেলা বিএনপি সভাপতি ও চাঁদপুর ৩ সংসদীয় আসন চাঁদপুর-হাইমচরের গণমানুষের নেতা ও বিএনপির মনোনয়ন প্রত্যাশি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন,যৌক্তিক কথা বলার সুযোগ সকলেরই থাকতে হবে। আমরা যারা রাজনীতি করি ৮০% বিএনপির নেতৃবৃন্দ স্বচ্ছ। বিএনপির দেশের একটি বৃহত্তম দল। চারিত্রিক ও আর্থিক দিক দিয়ে আমাদের নেতৃবৃন্দ স্বচ্ছ রয়েছে। আমাদের প্রত্যেক ওয়ার্ডেই আলাদা আলাদা মহল্লা কমিটি রয়েছে। চাঁদপুর সহ বাংলাদেশের বিভিন্ন স্থানেই বিএনপির নতুন সদস্য ফরম সংগ্রহ ও নবায়নের কার্যক্রম চলছে । তারই ধারাবাহিকতায় গত সপ্তাহে আমার পৈত্রিক বাড়ি শহরের সিংহ পাড়া এলাকায় মমহল্লা কমিটির সদস্যরা ফরম নিয়ে কাজ করতে ছিল। আপনারা তো জানেন যারা তৃণমূলে রয়েছে তারা বলতে পারবে কারা কারা বিএনপি করে বা করে না ।
‘আমাদের সেই ওয়ার্ডের মহল্লা কমিটির সদস্যরা ঐদিন মহল্লায় গিয়ে প্রবীন ও নবীন সদস্যদের ফরম কার্যক্রমের কাজ করেছিল। আজম খান নামে যে কেউ আছে বা ঐ এলাকায় থাকতো এটা কিন্তু আমরা জানতাম না। ওই সময় তার বাড়িতে থাকা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত টুটুল আমাদের বিএনপি ফরম নিয়ে যাওয়া মহল্লা কমিটির সদস্যদের উপর হামলা চালায়। একপর্যায়ে টুটুল সহ ওই বাড়ির লোকজন বাড়ির ভেতর থেকে গাড়ি ভাঙচুর করে এবং আমাদের নেতাকমীদের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। খবর পেয়ে আশেপাশের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হলে ওই বাড়ি ছাদের উপর থেকে আমাদের নেতা কর্মীদের উপরে ইট মারে।
তিনি আরো বলেন, ‘আমাদের দলটি বড় একটি দল। এ দলে রাজনৈতিক ও ব্যবসায়িক অনেক লোক রয়েছে। আমি ধানের শীষের প্রচারণায় নেমেছি। আমরা চাঁদপুরের উন্নয়নের জন্য স্বপ্ন দেখি। তারেক রহমান যদি এদেশের প্রধানমন্ত্রী হয় তাহলে আমাদের চাঁদপুর জেলায় অনেক উন্নয়ন কাজ হবে। ধানের শীষের জন্য কাজ করে যাচ্ছি আগামীতেও কাজ করে যাব। এলাকার উন্নয়নের জন্য সকল কিছু করতে রাজি আছি।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্য আরো বলেন, আমি সংসদ সদস্য না হলেও আমি মাদককে কোন মতে ছাড় দিব না। জেলা সাংস্কৃতিক অঙ্গনকে সাজাতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন। সকলের সহযোগিতা ও খেলোয়াড়দের নিয়ে কি ক্রীড়াঙ্গনে কাজ করা হবে। আপনারা আপনাদের চোখে যদি কিছু পরে আমাকে জানাবেন।
তিনি ৩০ আগস্ট শনিবার বেলা সাড়ে বারোটার দিকে মনিরা ভবনে চাঁদপুরের সংবাদপত্র সম্পাদকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, এমপি না হলেও মাদকের সাথে কোন আপস করবো না। এতে যদি আমার এমপি হতে গিয়ে ভোটের সমস্যা হয় তাহলে আমি মাদক কারবারিদের ভোট চাই না। আমি মাদকের সাথে কোন ধরনের আপস করবো না। এছাড়া কিশোর গ্যাং যেন সৃষ্টি না হয় সেই জন্য সবাইকে সজাগ থাকতে হবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে যে কোন সমস্যা সমাধান করা যায়। শহরের যানজট নিরসনের জন্য ইতিমধ্যে বিভিন্ন প্রস্তাবনা আমি দিয়েছি। সেই অনুযায়ী সরকার কাজ করলে আশারাখি শহরে আর যানজট থাকবে না।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ও দৈনিক চাঁদপুর প্রবাহ এর ভারপ্রাপ্ত সম্পাদক রহিম বাদশা, দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, সাবেক সভাপতি বিএম হান্নান, মেঘনাবার্তার সম্পাদক ও প্রকাশক গিয়াস উদ্দিন মিলন, দৈনিক চাঁদপুর প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক ইকবাল হোসেন পাটওয়ারী, দৈনিক চাঁদপুর বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক শহীদ পাটওয়ারী, প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহাদাত হোসেন শান্ত, দৈনিক চাঁদপুর খবর এর সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক শপথের সম্পাদক কাদের পলাশ, দৈনিক চাঁদপুর সংবাদ এর সম্পাদক ও প্রকাশক আব্দুর রহমান, দৈনিক চাঁদপুর দর্পনের সম্পাদক শরীফ চৌধুরী, দৈনিক চাঁদপুর দর্পনের ভারপ্রাপ্ত সম্পাদক মুনির চৌধুরী, দৈনিক চাঁদপুর সময় এর প্রধান সম্পাদক এম ফরিদুল ইসলাম উকিল, দৈনিক আলোকিত চাঁদপুর মোঃ জাকির হোসাইন, দৈনিক প্রিয় চাঁদপুর এর সম্পাদক ও প্রকাশক বোরহান উদ্দিন ডালিম, দৈনিক চাঁদপুর এর ভারপ্রাপ্ত সম্পাদক কে এম মাসুদ, দৈনিক সুদীপ্ত চাঁদপুর এর ভারপ্রাপ্ত সম্পাদক এমআর ইসলাম বাবু, দৈনিক চাঁদপুর দিগন্তের নির্বাহী সম্পাদক মোঃ ইলিয়াছ পাটওয়ারী, ইলশেপাড়ের বাতা সম্পাদক এস এম সোহেল, জেলা ফটো জানালিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি চৌধুরী ইয়াসিন ইকরাম, সাধারন সম্পাদক শাওন পাটওয়ারী।
স্টাফ রিপোর্টার/৩০ আগস্ট ২০২৫