প্রথমবারের মতো বিদেশিদের নাগরিকত্ব দেওয়ার কথা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
দেশটির ভাইস প্রেসিডেন্ট ও দুবাইয়ের নেতা শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বলেছেন, যোগ্যদের মধ্যে বিনিয়োগকারী, মেধাবী, চিকিৎসক, প্রকৌশলী ও শিল্পীরা অন্তর্ভুক্ত হবেন।
তিনি বলেন, তারা এবং তাদের পরিবার দ্বৈত জাতীয়তা রাখতে পারবেন। নিম্নআয়ের শ্রমিকদের এই কঠোর মানদণ্ড পূরণের সম্ভাবনা কম। বিবিসি বাংলা এমন খবর দিয়েছে।
দুবাইয়ের শাসক বলেন, তাদের লক্ষ্য সেসব মানুষকে আকর্ষণ করা, যারা তার দেশের উন্নয়নের যাত্রায় অবদান রাখতে পারবে।
এ ক্ষেত্রে নাগরিকত্বের জন্য আবেদন করার নিয়ম নেই, বরং সংযুক্ত আরব আমিরাতের রাজপরিবার বা কর্মকর্তারাই মনোনীত করবেন যে তারা কাদের নাগরিকত্ব দেবেন।
এর পর সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভা সিদ্ধান্ত নেবেন যে, এই মনোনীত ব্যক্তিদের নাগরিকত্বের সুযোগ দেওয়া হবে কিনা।
আবুধাবিভিত্তিক দ্যা ন্যাশনাল বলছে, নতুন ব্যবস্থার আওতায় বিশেষজ্ঞ এবং বিদেশি বিনিয়োগকারীদের সুযোগ দেওয়া হবে যেন তারা দেশটির গভীর ভিত গড়তে পারে।
আর্থিক ও পর্যটন কেন্দ্র হিসেবে উপসাগরীয় রাজ্যের এই উত্থান পুরোটাই নির্ভর করে প্রবাসীদের ওপর।
বার্তাকক্ষ, ৩১ জানুয়ারি,২০২১;
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur