পূবাইলে গড়ে ওঠা ম্যাশ রয়্যাল পার্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই সরব সামাজিক যোগাযোগ মাধ্যম গুলো। ফেসবুক পেইজে একটি ছবি পোস্ট করার পর থেকেই মাশরাফি ভক্তরা এ বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহী। অবশেষে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি তার ফেইসবুকে পার্ক সম্পর্কিত একটি ভিডিও আপলোড করেছেন।
ভিডিওতে টাইগার দলপতি বলেন, ‘যে শিশু প্রকৃতিকে কাছে পায় তার ভালোবাসার ক্ষমতা বাড়তে থাকে। আর যে ভালোবাসতে পারে সেই তো সুখি। আপনার শিশু প্রকৃতিকে কাছে পাচ্ছে তো?’
মাশরাফির মহত্ব নিয়ে নতুন করে কিছু বলার নেই। সুযোগ পেলেই সবাইকে সাহায্য করেন এই তারকা। নিজের এলাকা নড়াইলের সাধারণ জনগণের সুবিধার কথা চিন্তা করে এরই মধ্যে গড়ে তুলেছেন “ নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন”। কিছুদিন আগে সেখানে একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করে দিয়েছেন এই তারকা ক্রিকেটার।
এদিকে টাইগার অধিনায়ক মাশরাফি বর্তমানে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজ নিয়ে ব্যস্ত। নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে তার দল। আগামী ১৯ জানুয়ারি দ্বিতীয় ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ শক্তিশালী শ্রীলঙ্কা।
নিউজ ডেস্ক
আপডেট, বাংলাদেশ সময় ৬: ৩০ পিএম, ১৭ জানুয়ারি ২০১৮,বুধবার
এএস
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur