বিশ্বজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে বাংলাদেশে বসবাসরত বিদেশিদের ভিসার মেয়াদ আগামী তিন মাসের জন্য বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক পরিপত্রে সোমবার এ কথা জানানো হয়।
ঢাকায় অবস্থিত সব কূটনৈতিক মিশন, জাতিসংঘের সংস্থা ও আন্তর্জাতিক সংস্থাগুলোর অফিসে এই পরিপত্র পাঠানো হয়েছে। দেশে করোনাভাইরাস ছড়ানো রোধের লক্ষ্যে আজ থেকে বলবৎ অস্থায়ী ভ্রমণ নিষেধাজ্ঞা সম্পর্কেও বিদেশি মিশনগুলোকে জানানো হয়েছে।
পরিপত্রে বলা বলা হয়, বৈধ ভিসা নিয়ে বাংলাদেশে বসবাসরত বিদেশি নাগরিকেরা তাঁদের ভিসার মেয়াদ তিন মাস বাড়ানোর সুযোগ পাবেন।
পরিপত্রে বলা হয়, যুক্তরাজ্য বাদে ইউরোপ থেকে আগত যাত্রীদের আজ দুপুর ১২টা থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। এতে আরও বলা হয়, যেসব দেশে বাংলাদেশ থেকে বিমান গমন স্থগিত রয়েছে, সেসব দেশ থেকে বাংলাদেশমুখী ফ্লাইটও স্থগিত থাকবে।
এ ছাড়া, সব দেশের যাত্রীদের জন্য আগমন-পরবর্তী ভিসা প্রদান দুই সপ্তাহের জন্য স্থগিত থাকবে। মন্ত্রণালয় জানায়, করোনাভাইরাস আক্রান্ত দেশ থেকে যারা বাংলাদেশে প্রবেশ করছেন, তাদের আগমনের পরে দুই সপ্তাহের জন্য স্বেচ্ছা কোয়ারেন্টিনে রাখা হবে।
ঢাকা ব্যুরো চীফ, ১৭ মার্চ ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur