একেবারে অন্য দেশগুলোর মতো নয়, বরং, দেশের মধ্যে ছোট্ট একটি দ্বীপ এটা। পোশাকি নাম থাকলেও এখানকার বাসিন্দাদের কাছে দ্বীপটার প্রচলিত নাম ক্যাটস আইল্যান্ড।
জাপানের আওশিমা দ্বীপে মানুষের চেয়ে বিড়ালের সংখ্যা প্রায় ছয় গুণ বেশি। তবে এই একটাই দ্বীপ নয় শুধু, জাপানে এমনই ডজনখানেক বিড়ালের দ্বীপ রয়েছে।
আওশিমা আসলে মৎস্যজীবীদের গ্রাম।
মাছের অফুরন্ত সরবরাহই এখানে বিড়ালদের এমন বাড়বাড়ন্ত। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দৌলতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে বিড়ালদের এই স্বর্গরাজ্য।
প্রতিদিনই বিড়ালদের রাজত্ব দেখতে আওশিমা দ্বীপে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। বিড়ালের ভিড়ে মানুষকে খুঁজে পাওয়াই দায় এখানে।
এ যেন ঠিক হ্যামলিনের বাঁশিওয়ালা। শুধু ইঁদুরের জায়গায় বিড়াল হয়ে গেছে! (জিনিউজ)
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur