আন্তর্জাতিক

যে দেশে ঈদ উৎসব বাতিল : তিন দিনের শোক ঘোষণা

‎Saturday, ‎18 ‎July, ‎2015  12:21:40 PM
চাঁদপুর টাইমস ডেস্ক :

এ কেমন বর্বরতা? এ কেমন মানবতা? মুসলমানদের ধর্মী উৎসব পালনের দিনেও জীবন দিতে হয় ইরাকের নারী ও শিশুসহ মুসলমানদের।

ইরাকে ঈদ উদযাপনের সময় শুক্রবার ব্যস্ততম একটি মার্কেটে আত্মঘাতী গাড়িবোমা হামলায় শতাধিক মানুষ নিহত হয়েছেন।

রাজধানী বাগদাদের প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বের শিয়া অধ্যুষিত খান বনি সাদ শহরে এ ঘটনা ঘটে। হামলায় বেশ কয়েকজন শিশুও নিহত হয়।

ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ এলাকা দখলে নিয়ে খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া আইএস জঙ্গি গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেছে বলে দাবি করেছ দেশটির পুলিশ। রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর বলা হয়েছে।

হামলার পর ঈদুল ফিতরের উৎসব বাতিল করে তিন দিনের শোক ঘোষণা করেছে দিয়ালার প্রাদেশিক কর্তৃপক্ষ।

ঘটনাস্থল থেকে মেজর আহমেদ আল-তামিমি বলেন, ‘হামলায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে।’

তিনি বলেন, ‘কিছু মানুষ সবজির বাক্সে করে শিশুদের দেহের খণ্ড খণ্ড টুকরা সংগ্রহ করছেন। ধ্বংসস্তূপের মধ্য থেকে মৃতদেহ উদ্ধার করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এখনও নিহতদের সঠিক সংখ্যা জানা যায়নি।’

বর্তমানে ইরাকের উত্তর ও পশ্চিম অংশে সরকারি বাহিনীর সঙ্গে লড়াইয়ে লিপ্ত রয়েছে আইএস জঙ্গিরা।

গত বছর দিয়ালা প্রদেশের একটি বড় অংশ দখলে নেয় আইএস। নিরাপত্তা বাহিনী ও শিয়া আধাসামরিক বাহিনী এ বছরের শুরুর দিকে তাদের হটিয়ে প্রদেশটির নিয়ন্ত্রণ নিলেও জঙ্গিরা এখনও সেখানে সক্রিয় রয়েছে।

 

চাঁদপুর টাইমস :  ডেস্ক/এমএএ/২০১৫।

চাঁদপুর টাইমস প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনেপূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

Share