যে গল্পটি বলতে গিয়ে অঝোরে কাঁদলেন সাকিব

এশিয়া কাপ ও ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বসেরাদের আসর টি২০ বিশ্বকাপ উপলক্ষ্যে বর্তমানে খুলনায় অবস্থান করছেন সাকিব। সেখানে সবার সঙ্গে হাড়-ভাঙা পরিশ্রম করছেন তিনি। দলের এবং দেশের জন্য সাকিব যে নিবেদিত প্রাণ তা লক্ষ্য

করা যায় বেশ কয়েক মাস আগে দেশের প্রথম সারির একটি রেডিওতে দেয়া তার সাক্ষাৎকার দেখে।

ওই অনুষ্ঠানটিতে সাকিব এসেছিলেন ভক্তদের তার জীবনের গল্প শুনতে। তিনি তার জীবনের অজানা নানা বিষয়ে বলতে বলতে একপর্যায়ে শেয়ার করেন ফুল বিক্রেতা এক তরুণীর গল্প।

সাকিব বলেন, আমি আর শিশির গাড়ি করে বাসায় ফিরছিলাম। এমন সময় এক ফুল বিক্রেতা এসে আমাকে ফুল নিতে বলে। ভাংতি না থাকায় আমি ফুল নিতে অনিচ্ছ্বা প্রকাশ করি। কিন্তু তাৎক্ষণিকই সেই মেয়েটি আমাকে বলে উঠে সাকিব ভাই টাকা লাগবো না এই ফুলটা নেন।আর ফুলটার বিনিময়ে দেশের জন্য শুধু একটা ছক্কা মাইরেন। তাইলে আমি মনে করমু আপনে আমারে টেকা দিয়া দিছেন!’

সাকিব কান্না জড়িত কন্ঠে বলতে থাকেন, ‘এই ঘটনাটা যখনই মনে করি তখনই আমার চোখে পানি চলে আসে। মাঠে খেলার শুরুতে আমি এই ঘটনাটা মনে করার চেষ্টা করি। আমাকে একটা ফুলের দাম শোধ করতে হবে, আমাকে একটা হলেও ছক্কা মারতে হবে!’

তখন সাকিব ওই ফুল বিক্রেতা শিশুর দেশ প্রেম দেখে অঝোরে কাঁদতে থাকেন।

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০২:১০ পিএম, ১৮ জুন ২০১৬, শনিবার
ডিএইচ

Share