Tuesday, 14 April, 2015 12:58:16 PM
চাঁদপুর টাইমস ডট কম
নিজের দলের খেলা, সেখানে মালিক অনুপস্থিত! বলিউড সুপারস্টার শাহরুখ খান বিনা কারণে কলকাতা নাইট রাইডার্সের খেলা দেখা থেকে বিরত থাকার পাত্র নন। তারপরেও, সাকিবের শেষ ম্যাচে মাঠে দেখা গেলো না তাকে।
মূল ব্যাপারটি আসলে তেমন কিছুই না। শনিবার ইডেনে গেইল ঝড়ে যখন নুয়ে পড়লো সাকিবের কলকাতা, ঠিক তখন নিজের ব্যবসায়িক কাজে শাহরুখ খান অবস্থান করছিলেন দিল্লীতে। এই কারণেই মাঠে যাওয়া হলো না তার।
তবে হাজার মাইল দূরে থেকেও ভোলেননি দলকে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজের একটি সেলফি তুলে লিখে পাঠান, ‘মাহাগুন(রিয়েল এস্টেট কোম্পানি) প্রজেক্টের জন্য দিল্লীতে আছি। কেকেআরের ছেলেদের অনেক মিস করছি। আমি না থাকলেও, ইডেনে দর্শকরা আমার অনুপস্থিতি পুষিয়ে দিচ্ছেন!’
সূত্র- চাঁদপুর টাইমস/ডিএইচ/২০১৫
নিয়মিত আপনার ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : https://www.facebook.com/chandpurtimesonline/likes
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur