Home / বিনোদন / যেসব সমস্যায় ভুগছেন পূর্ণিমা
যেসব সমস্যায় ভুগছেন পূর্ণিমা

যেসব সমস্যায় ভুগছেন পূর্ণিমা

এমনিতেই শ্যুটিং থেকে দূরে আছেন চিত্রনায়িকা পূর্ণিমা। এখন সংসার-সন্তানের দিকেই বেশি মনযোগ। তবে চলচ্চিত্র থেকে নিজেকে প্রায় গুটিয়ে নিলেও নাটকে প্রায়ই দেখা মিলে তার মুখ। সে হিসেবে চলতি মাসের ৮ তারিখ থেকে একটি নাটকের শ্যুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এই শ্যুটিংয়ে অংশ নিতে পারছেন না পূর্ণিমা। কর্তৃপক্ষকে সাফ জানিয়ে দিলেন, ‘অসুস্থ, তাই শ্যুটিং বন্ধ।’

পূর্ণিমা জানান, অনেক দিন ধরে তিনি পাকস্থলীর সমস্যায় ভুগছেন। চিকিৎসক পরীক্ষায় গত বছর তার পাকস্থলীতে পাথর ধরা পড়েছিল। পাথর অপসারণের পর গত সাত-আট মাস ভালোই ছিলেন। আগস্ট থেকে সমস্যাটা নতুন করে দেখা দিয়েছে। জানা গেছে, এখন কোনও খাবারই ঠিকমতো হজম হচ্ছে না তার পেটে। সঙ্গে নতুন করে যোগ হলো আবহাওয়া বদলের জ্বর-কাশি। চিকিৎসক জানিয়েছে, খুব গুরুতর কিছু নয়। নিয়মিত পথ্য সেবন করলে শিগগিরই সেরে উঠবেন তিনি।

পূর্ণিমার ভাষ্যে, ‘জ্বর-কাশি বিষয় না। হতেই পারে। তবে পাকস্থলীর সমস্যাটা ইদানীং ভোগাচ্ছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছি। পরপর তিনটি বিশেষ নাটক ছেড়ে দিলাম। জানি না কবে নাগাদ পুরোপুরি সুস্থ হতে পারব।’

মাঝে লম্বা বিরতি শেষে আরিফ খানের পরিচালনায় ‘আমার বেলা যে যায়’ টেলিছবির মাধ্যমে অভিনয়ে ফেরেন পূর্ণিমা। এরপর তুহিন হোসেনের ‘প্রেম অথবা দু:স্বপ্নের রাত দিন’ নাটকেও অভিনয় করেন। দুটোই প্রচার হয়েছে। নাট্যাভিনেত্রী হিসেবে ভালোই প্রশংসা তুলেছেন ঘরে। জানালেন, সুস্থ হয়ে আবারও ফিরবেন নাটকে।

তবে কি চলচ্চিত্র থেকে পুরোপুরি সরে দাঁড়ালেন? জবাবে পূর্ণিমা বলেন, ‘আসলে বিষয়টি সরে দাঁড়ানোর বিষয় না। চাইলেও এখন কোনও ছবির জন্য সময় দিতে পারব না। কারণ আমার মেয়ে আরশিয়ার বয়স এখন দেড় বছর। মূলত তাকে সময় দিতেই লম্বা সময়ের কোনও কাজ হাতে নিচ্ছি না। নাটক দুই-এক দিনে শেষ করা যায়, তাই করছি। যদিও এখন আমি নিজের সুস্থতা নিয়েই বড় দুশ্চিন্তায় আছি।’

নিউজ ডেস্ক ।। আপডেট : ০৭:০০ এএম, ০৯ ডিসেম্বর ২০১৫, বুধবার

ডিএইচ