জাতীয়

শিক্ষকগণ জনপ্রতি ৫ হাজার টাকা পাবেন

কারিগরি, মাদরাসা ও স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসার নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের এককালীন আর্থিক অনুদান প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সূত্র মতে, করোনাকালে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। জানা গেছে, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে কারিগরি, মাদরাসা ও স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসার নন-এমপিও প্রতিষ্ঠান মিলিয়ে ৫১ হাজার ২৬৬ জন শিক্ষক ও ১০ হাজার ২০৪ জন কর্মচারী রয়েছে। এদেরকে ২৮ কোটি ১৮ লাখ ৪০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করা হবে।

এর মধ্যে শিক্ষকরা জনপ্রতি পাবেন ৫ হাজার টাকা এবং কর্মচারীরা জনপ্রতি পাবেন আড়াই হাজার টাকা।

বার্তা কক্ষ,২২ জুলাই ২০২০

Share