সিয়াম-সাধনার মাধ্যমে আল্লাহ্’র সন্তুষ্টি অর্জনের পথ হলো রমজান। আত্মশুদ্ধির জন্য এই রমজানে রোজা রাখার গুরুত্ব অপরিসীম। রমজান মাসকে সঠিকভাবে পালনে করণীয় ও বর্জনী দিকগুলো নিয়ে আলোচনা করা গেল।
রোজা মাকরুহ হওয়ার কারণগুলো হলো-
১. অনাবশ্যক কোনো জিনিস চিবানো।
২. কোনো দ্রব্য মুখে দিয়ে রাখা।
৩. গড়গড়া করা বা নাকের ভেতর পানি টেনে নেয়া কিন্তু পানি যদি নাক দিয়ে গলায় পৌঁছে যায়, তাহলে রোজা ভেঙে যাবে।
৪. ইচ্ছাকৃত মুখে থুথু জমা করে গলাধঃকরণ করা।
৫. গিবত, গালাগালি ও ঝগড়া-ফ্যাসাদ করা। কেউ গায়ে পড়ে ঝগড়া-ফ্যাসাদ করতে এলে বলতে হবে, আমি রোজাদার তোমাকে প্রত্যুত্তর দিতে অক্ষম।
৬. সারাদিন নাপাক অবস্থায় থাকা। এটি অত্যন্ত গুনাহের কাজ।
৭. অস্থিরতা ও কাতরতা প্রকাশ করা।
৮. কয়লা চিবিয়ে অথবা পাউডার, পেস্ট ও মাজন ইত্যাদি দ্বারা দাঁত পরিষ্কার করা।
৯. গুল লাগানো। যদি গুল থুথুর সঙ্গে গলার ভেতর চলে যায় তবে রোজা ভেঙে যাবে।
১০. গিবত বা পরনিন্দা করা।
১১. মিথ্যা কথা বলা।
১২. ঝগড়া-বিবাদ করা।
১৩. যৌন উদ্দীপক গান শুনা।
১৪. নাচ, গান, সিনেমা দেখা।
১৫. রোজা অবস্থায় কোনো বস্তুর স্বাদ গ্রহণ করলে (যেমন, জিহ্বার উপর দিয়ে লবণ, মরিচ ইত্যাদি পরীক্ষা করলে)। অবশ্য বিশেষ প্রয়োজনে তা বৈধ।
১৬. হারাম দ্রব্য দিয়ে ইফতার করলে। সৌজন্যে: মাওলানা সেলিম হোসাইন আজাদী, বিশিষ্ট মুফাসসিরে কোরআন ও গণমাধ্যম ব্যক্তিত্ব,
চেয়ারম্যান: বাংলাদেশ মুফাসসির সোসাইটি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur