আমরা সবাই কমবেশি আক্কেল দাঁতের সমস্যায় ভুগে থাকি। কিন্তু একাধিক ব্যাথার ওষুধ না খেয়ে, ঘরোয়া উপায়েই এই ব্যাথা কমাতে পারেন। আমাদের আজকের এই প্রতিবেদনে রইলো ঘরোয়া উপায়ে আক্কেল দাঁতের ব্যথা কমানোর উপায়-
১) ভিনিগারে তুলো ভিজিয়ে ব্যাথার জায়গায় চেপে রাখুন। কিছুক্ষণ পর ব্যথা কমে আসবে।
২) আক্কেল দাঁতের উপর একটা লবঙ্গ রেখে দিন। চিবানোর দরকার নেই। যতক্ষণ না ব্যথা কমছে লবঙ্গটা ফেলবেন না। লবঙ্গ তেলও ব্যবহার করতে পারেন। শুধু আক্কেল দাঁত নয়, এমনি দাঁতের ব্যথাতেও কাজ দেয় লবঙ্গ।
৩) আইস ব্যাগে বা কাপড়ে এক টুকরো বরফ পেচিয়ে সেঁক দিন।
৪) পেঁয়াজ অর্ধেক করে কেটে ব্যাথার জায়গায় রেখে, দাঁত দিয়ে চাপ দিন, যাতে পেঁয়াজ থেকে রস বের হয়। পেঁয়াজের রস ব্যাথা কমায়।
৫) কচি পেয়ারা পাতা জলে সেদ্ধ করে নিন। এবার এই সেদ্ধ পাতা কিছুক্ষণ চিবিয়ে ফেলে দিন। দেখবেন ব্যাথা গায়েব।