Home / বিশেষ সংবাদ / যেখানে ১ম সন্তান জন্মের পরপরই পরকীয়ায় জড়াতে হয়
যেখানে ১ম সন্তান জন্মের পরপরই পরকীয়ায় জড়াতে হয়

যেখানে ১ম সন্তান জন্মের পরপরই পরকীয়ায় জড়াতে হয়

ডেস্ক:

পরকীয়া সামাজিক ও পারিবারিক কলহ তৈরীর পাশাপাশি একধরণের ঘৃন্য হিসেবেই স্বীকৃত। তাছাড়া কথায় বলে সন্তানের জন্মের পর স্বামী স্ত্রী’র সম্পর্কে আরও দৃঢ় হয়৷ এবার সে কথায় ছেদ পড়ল৷  ব্রিটেন দম্পতিদের ক্ষেত্রে সেটা ভিন্ন।

 সাম্প্রতিক এক গবেষণা বলছে, সন্তানের জন্মের ফলেই স্বামী-স্ত্রীয়ের সম্পর্কে তিক্ততা বাড়ে এবং এর কারণেই পরকিয়া প্রেমের সংখ্যা বাড়ছে৷ অবাক হচ্ছেন তো? বৃটেনের পাঁচ হাজার জন পুরুষের উপর এক গবেষণা করার পরই এই তথ্য উঠে এসেছে৷

গবেষণা বলছে, সন্তান জন্মানোর পর দম্পতিরা প্রাথমিকভাবে বদলে যান৷ আগে যতটা সময় তারা একে অপরের সঙ্গে কাটাতেন তার সবটাই সন্তানের দেখভাল করতেই চলে যায় ৷ এছাড়াও আর্থিক চাপ ও ক্লান্তির কারণে সম্পর্কে দূরত্ব বাড়তে শুরু করে৷

বেশির ভাগ পুরুষই জানিয়েছেন, সন্তানের জন্মের পর তাদের স্ত্রীরা সন্তানের দেখভালেই ব্যস্ত থাকেন ফলে তারা বাড়ির বাইরে জীবনসঙ্গি হিসেবে না হলেও খানিকটা ‘আনন্দ’ খোঁজার চেষ্টা করেন ৷

চাঁদপুর টাইমস- ডিএইচ/2015।