Home / চাঁদপুর / ‘যেখানে আমাদের উপর বাঁধা আসবে সেখানেই প্রতিবাদ করা হবে’
বাঁধা

‘যেখানে আমাদের উপর বাঁধা আসবে সেখানেই প্রতিবাদ করা হবে’

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছরের সশ্রম কারাদণ্ড এবং তার স্ত্রী জোবায়দা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এর প্রতিবাদে সারাদেশের ন্যায় চাঁদপুরে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ সমাবেশ বের করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের চিত্রলেখা মোড়ে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সেলিম উল্যাহ সেলিম।

তিনি তার বক্তব্যে বলেন, তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা রায় দেয়া হচ্ছে। এ রায় কোনো বিচারক লেখেনি, রায় লিখেছে শেখ হাসিনা। এ রায় আমরা কেউ মানে না। শেখ হাসিনা রংপুর গেছেন, মানুষ এনেছেন ভাড়া করে। জন প্রতি দু প্যাকেট করে বিরানি দিয়েছে, সেখানেও আবার বিরানির জন্য মারামারি। শেখ হাসিনা বিএনপির জনসভা হলে নৌকা, লঞ্চ, বাস সব বন্ধ করে দেয়। ঢাকায় জনসভায় গেলে চাঁদপুরের ৫ জন নেতাকে আটক করে কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। তারা নাকি ২০১৫ সালে শেখ হাসিনার সভায় হামলা করেছিল। আওয়ামী লীগার হয়ে পুলিশ পাহারায় থাকে। কেন আপনারা পাহারায় থাকবেন। আপনারা জনগনের সেবক। আওয়ামী লীগের সেবক নন। আমাদের উপর যতই মামলা হামলা দেন না কেন আপনারা থাকবেন না, আমরা ও প্রশাসন ঠিকই রাজ পথে থাকবো। আপনারা পাল্টা কর্মসূচী দিবেন না। আপনারা বাঁশ হাতে নিয়ে কর্মসূচী পালন করেন, আমাদের হাতে বাঁশ হাতে তুলে নিতে বাধ্য করবেন না। যদি বাঁশ হাতে নেয় জাতীয়তাবাদী দল তাহলে ইতিহাস বদলে যাবে। আমরা শেখ হাসিনার নৌকা ডুবিয়ে দেব। যেখানে আমাদের উপর বাঁধা আসবে সেখানেই প্রতিবাদ করা হবে।

চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আনোয়ার বাবলু, সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, মাহমুদ হোসেন মোল্লা, শরীফ মো. ইউনূছ, দেওয়ান মো. শাহাজাহান, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাড. হারুনর রশীদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন।

চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল আমিন খান আকাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ মাঝি ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারীর যৌথ পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল পাটওয়ারী, পৌর যুবদলের আহ্বায়ক শাহাজাহান কবির খোকা, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম খান নজু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মেরাজ চোকদার, কামরুজ্জামান হাসানাত, শামসুল আরেফিন, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. হাবিবুর রহমান, পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. মামুন খান, সদর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. জিসান আহমেদ প্রমুখ।

সিনিয়র স্টাফ করেসপন্ডেট,৩ আগস্ট ২০২৩