রাজনীতি

যেকোনো মুহূর্তে গণঅভ্যুত্থান : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বর্তমান সরকারের দুঃশাসনে জনগণ অতীষ্ঠ হয়ে পড়েছে। ক্ষমতার ঝাড়বাতির আলোয় মন্ত্রীদের চোখ এখন ঝাপসা হয়ে গেছে। ঠান্ডা ঘরে পুলিশের নিরাপত্তা বেষ্টনির মধ্যে বসে থেকে বয়ে যাওয়া গণবিক্ষোভের জোরালো বাতাস গায়ে না লাগাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ এখন অগ্নিগর্ভ। দেশে যেকোনো মুহূর্তে গণঅভ্যুত্থান ঘটতে পারে।

সোমবার(৬ নভেম্বর) নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, আইন-শৃঙ্খলার নৈরাজ্যকর পরিস্থিতি, বিদ্যুত্, খাবার পানি, গ্যাসের তীব্র সংকট, শিল্পোত্পাদনের বিপর্যয়, মূল্যস্ফীতির দৈনন্দিন চাপ, শ্বাসরুদ্ধকর যানজট, সর্বস্তরে চাঁদাবাজি, জবরদখল, গুম ও খুনের ভয়, রক্তপাত, জোর করে মানুষের নিকট থেকে চাঁদা আদায়ের দাপট ও জীবনহানির এক মহাদুর্যোগ চলছে দেশে। এই মহাদুর্যোগ বিরাজমান বলেই যেকোনো মুহূর্তে গণঅভ্যুত্থান অবশ্যম্ভাবী।

রাজনৈতিক কোনও কর্মসূচি না থাকলেও বিএনপির সামপ্রতিক বিভিন্ন কর্মসূচিতে মানুষের ঢল দেখে ভীত হয়ে আবার দেশব্যাপী গণগ্রেফতার শুরু করেছে সরকার। (ইত্তেফাক)

নিউজ ডেস্ক
: আপআপডেট, বাংলাদেশ ১ : ০০ পিএম, ৭ নভেম্বর, ২০১৭ মঙ্গলবার
এইউ

Share