করোনা ভাইরাস প্রতিরোধে চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দুইটি গ্রাম লকডাউন করেছে যুব সমাজ। পুলিশ প্রশাসন বলেছেন এ ধরনের লকডউনে এলাকায় আতাংক ছড়াবে।
৮ এপ্রিল বুধবার সরজমিনে এলাকায় গিয়ে দেখা যায়, ইউনিয়নের দুইটি গ্রাম দামোদরদী ও মনোহরখাদী গ্রামের প্রবেশ পথে বাঁশের বেড়া দিয়ে সকল যানবাহন আটকে দিয়ে তাতে জীবানুনাশক ছিটানো, হাত ধুয়ে এলাকায় প্রবেশ করানো হচ্ছে। যুবকদের হাতে হাতে লাঠি ছিল। এলাকার যুব সমাজের ৩০ জন কিশোর ও যুবক বিভিন্ন সিফিটে ডিউটি করেছে। এধরনের লকডাউনে এলাকার মানুষ কিছুটা ক্ষুদ্ধ। আবার কেউ কেউ এ কাজকে সাধুবাদ জানাচ্ছে
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সারর্কল) বলেন, এ ধরনের বিষয় আমার জানা নেই তবে কেউ যদি এধরনের কাজ করে থাকে তা করার অধিকার তাদের নেই। তাদের উদ্দেশ্য হয়তো মহত কিন্ত লকডাউন তারা কোন অবস্থাতেই ঘোষণা করতে পারে না। এতে করে এলাকায় আতাংক ছড়াবে।
এব্যাপারে লাল বাহিনী খ্যাত যুব সমাজের কয়েকজন বলেন, করোনা প্রতিরোধে এলাকার যুব সমাজ একত্রিত হয়ে লকডাউন ঘোষণা করেছি। আমরা সকাল সকাল থেকে রাত ১০টা পর্যন্ত।
পুরো এলাকা লকডাউন করা হয়েছে স্বেচ্ছাসেবী হিসেবে আমরা এ কাজটি করছি। রোগীর গাড়ী ও খাদ্য সামগ্রী গাড়ী ছাড়া অন্যকোন গাড়ি এলাকায় প্রবেশ নিষেধ। সকল দোকান আমরা বন্ধ করে দিয়েছি। কাউকে অযথা ঘর থেকে বের হতে দিচ্ছি না।
লাল বাহিনী খ্যাত স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছে রিপন চৌধুরী, রিয়াদ বেপারী মোঃ রানা বকাউল, রিয়াদ হোসেন, সুমন, মোবারক, ইকবাল, মারফত আলী, মহসীন, মোস্তফা, সোহেল জামাল ও রনিসহ অারো অনেক যুবক।
প্রতিবেদক:মাজহারুল ইসলাম অনিক,৮ এপ্রিল ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur