‘যুবসমাজকে খেলার মাঠে ফেরাতে হবে’

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিকেল ৪টার দিকে বদরী কাফেলা যুব সংগঠন কর্তৃক আয়োজিত প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়েছে।

উক্ত প্রীতি ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবং দক্ষিণ ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান জননেতা সরদার আব্দুল জলিল মাষ্টার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন এডভোকেট আব্দুল পরান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মুসলিম মিজি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ ফরিদ কাজী, বদরী কাফেলা যুব সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ হানিফ মিজি, প্রবাসী ও সমাজসেবক মোঃ আব্দুর রহিম সরদার, উপজেলা যুবদলের সদস্য মোঃ আলমগীর হোসেন আসিফ।

প্রধান অতিথির বক্তব্যে সরদার আব্দুল জলিল মাষ্টার বলেন, আমরা যদি আমাদের যুবসমাজকে খেলাধুলার মাঠে নিয়ে আসতে পারি, বিনোদনের পরিবেশ সৃষ্টি করে দিতে পারি, তাহলে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, জঙ্গিবাদের মতো অপশক্তি থেকে তাদের ফেরাতে পারব।

উক্ত খেলায় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ শাহপরান আখন, ছাত্রনেতা মোঃ সিয়াম হোসেন আখন এবং মোঃ শাহ আলম সহ এলাকার সর্বস্থরের জনসাধারণ।

প্রতিবেদক: আলমগীর হোসেন আসিফ/
১৬ ডিসেম্বর ২০২৫