সারাদেশ

কুমিল্লার খুন হওয়ার যুবলীগ নেতার জানাযা ও দাফন সম্পন্ন

কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও মুরাদনগর উপজেলা যুবলীগের সভাপতি খায়রুল আলম সাধনের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ জুম্মা মুরাদনগর ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে মুরাদনগর উপজেলা কেন্দ্রিয় করস্থানে তাকে দাফন করা হয়।

দলমত নির্বিশেষে হাজার হাজার মানুষ উপস্থিত হন প্রয়াত এই যুবলীগ নেতার জানাযায়। জানাযার নামাজে উপস্থিত ছিলেন, কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন।

এসময় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন প্রয়াত যুবলীগ নেতা খায়রুল আলম সাধনের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে এই হত্যার সুষ্ঠুু তদন্তের মাধ্যমে হত্যাকারিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান।

জানাযায় কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আবু তাহের, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ম. রুহুল আমিন, সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, সহ-সভাপতি হানিফ সরকার, উপজেলা চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন আল রশিদ, সৈয়দ আবদুল কাইয়ুম খসরু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ তমাল, সাবেক ভাইস সচেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মাঈন উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল,

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ একেএম মনজুর আলম, বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার, মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক তদন্ত নাহিদ আহাম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সৈয়দ আহাম্মদ হোসেন আউয়াল, জেলা পরিষদের সদস্য ভিপি জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন, কাজী আবুল খায়ের, আবদুল লতিফ, আবুল হাসেম, কাইয়ুম ভূইয়া, জাকির হোসেন, রুহুল আমিন, ওমর ফারুক, বাবুল কন্টাক্টটর, শরীফুল ইসলাম, শফিকুল ইসলাম, শাহজাহান বিএসসি, সামাদ মাঝি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রিয় সাধারণ সম্পাদক গাজিউল হক চৌধুরীসহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার লোক।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৯ জানুয়ারী) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোস্তফাপুর এলাকায় মুরাদনগর উপজেলা যুবলীগের সভাপতি ও কুমিল্লা জেলা পরিষদের সদস্য খায়রুল আলম সাধনকে (৫১) হত্যা করে লাশ ফেলে রেখে যায় অজ্ঞাত সন্ত্রাসীরা।

এ সংক্রান্ত আগের খবর দেখুন-কুমিল্লায় জেলা পরিষদ সদস্য যুবলীগ নেতার লাশ উদ্ধার

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা: ১০ জানুয়ারি ২০২০

Share