চাঁদপুরের কৃতি সন্তান, সাবেক ছাএলীগ নেতা মোঃসাইফুল ইসলাম শাহীন পাটোয়ারী বাংলাদেশ আওয়ামী যুবলীগের ঘোষিত কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক নির্বাচিত হয়েছেন।
১৪ নভেম্বর শনিবার বিকেলে বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় ঘোষিত আওয়ামী যুবলীগের কমিটিতে সহ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তিনি এর পূর্বেও কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক ছিলেন।
জনাব সাইফুল ইসলাম শাহীন পাটোয়ারী চাঁদপুর সদর উপজেলার ৩ নং কল্যাণপুর ইউনিয়নের কৃতি সন্তান। তাঁর পিতা মোঃ জয়নাল আবেদীন পাটোয়ারী পেশায় একজন শিক্ষক ছিলেন। তিনি উক্ত ইউনিয়নের নির্বাচিত মেম্বার ছিলেন। সাইফুল ইসলাম শাহীন পাটোয়ারী কল্যাণপুর ইউনিয়ন ছাএলীগের সাধারণ সম্পাদক ছিলেন।তিনি তৃণমূল থেকে রাজনীতি শুরু করে এখন কেন্দ্রীয় পর্যায়ের রাজনীতি করছেন।
স্টাফ করেসপন্ডেট,১৪ নভেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur