চাঁদপুর হাজীগঞ্জে মোঃ দারুস সালাম রিয়াদ(১৬)নামের এক মাদরাসা ছাত্র দু’মাস ধরে নিখোঁজ রয়েছে। স্বজনরা তাকে পরিচিত সব স্থানে খুঁজেও বিগত দু’মাস ধরে তার কোনো সন্ধান পায়নি।
নিখোঁজ রিয়াদ হাজীগঞ্জ উপজেলার ফুলছোয়া গ্রামের মোঃ মাহফুজুল ইসলাম গাজীর ছেলে। সে হাজীগঞ্জ উপজেলার বাকিলা ফুলছোঁয়া মাদরাসায় হেফজো বিভাগে পড়াশোনা করতো।
স্বজনরা জানান, গত ২ নভেম্বর বিকেলে সে মাদ্রাসা থেকে সবার অজান্তে কোথায় যেন চলে যায়। পরবর্তীতে স্বজনরা তাকে সব আত্মীয় স্বজন এবং পরিচিত সব স্থানে খোঁজ করেও তার কোন সন্ধান না পেয়ে গত ২ ডিসেম্বর হাজিগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। জিডি নং ৬৫।
হারিয়ে যাওয়ার সময় তার পরনে সবুজ রঙের পাঞ্জাবি পড়া ছিলো। মুখমন্ডল লম্বা, গায়ের রং শ্যামলা, এবং উচ্চতা ৫ ফুট।
যদি কোন স্বহৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকেন তাহলে ০১৮১৩১০৫৭৩৩ এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তার স্বজনরা।
প্রতিবেদক:কবির হোসেন মিজি
৩ জানুয়ারি,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur