চাঁদপুর হাইমচর উপজেলার আলগী উত্তর ইউনিয়ন ৯নং ওয়ার্ডের যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেল শুক্রবার (২৭ জানুয়ারি) বেলা ৪টায় লামচরি ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে হাইমচর উপজেলা যুবলীগ সভাপতি মো. আতিকুর রহমান পাটওয়ারী।
তিনি বলেন, দেশ ডিজিটাল প্রযুক্তিতে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। কোন অশুভ শক্তি এ উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতে পারবে না। শেখ হাসিনার বিরুদ্ধে সাজানো সকল ষড়যন্ত্র মোকাবেলায় যুবলীগ রাজপথে অতন্দ্র প্রহরী হয়ে কাজ করবে। জননেত্রী শেখ হাসিনার সকল উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে যুবলীগ সক্রিয় হয়ে কাজ করে যাচ্ছে।
৯নং ওয়ার্ডের ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মজিবুল্লাহ মানিকের পরিচালনায় মুঠো ফোনে জেলা যুবলীগ আহ্বায়ক আলহাজ্ব মো. মিজানুর রহমান কালু ভূইয়া বলেন যুবলীগ অত্যন্ত শক্তিশালী সংগঠন। সকল লোভ লালসার উর্দ্ধে থেকে যুবলীগ তাদের সুনাম অক্ষুন্ন রেখেছে। তাই শেখ হাসিনার সকল উন্নয়নমূলক কর্মকান্ডে যুবলীগকে আরো শক্তিশালী হয়ে কাজ করতে হবে।
সভায় এসময় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মজিবুর রহমান, চরভৈরবী ইউনিয়ন যুবলীগ সভাপতি ইলিয়াছ লিটন, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রনি।
প্রতিবেদক-বিএম ইসমাইল
।। আপডটে, বাংলাদশে সময় ১০ : ৪০ পিএম, ২৭ জানুয়ারি ২০১৭ শুক্রবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur