যুবরাই উন্নয়ন ও উৎপাদনের প্রধান হাতিয়ার: ইউএনও

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায়  “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি” প্রতিপাদ্য বিষয় নিয়ে 

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত হয়েছে। মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর ও মতলব পৌরসভার যৌথ আয়োজনে  ১২ আগস্ট জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভা, চেক বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন অফিসার আ,ক,ম মুহসীনের সভাপতিত্বে এবং সহকারী যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন।

তিনি বলেন যুবরাই উন্নয়ন ও উৎপাদনের প্রধান হাতিয়ার। বৈষম্য ও অন্যায়ের প্রতিরোধ যুদ্ধে বিজয়ী যুব সমাজকে যুব উন্নয়ন অধিদফতর আধুনিক বিজ্ঞানমনস্ক কারিগরি প্রশিক্ষণ, প্রশিক্ষণোত্তর আর্থিক ও উপকরণ সহায়তার মাধ্যমে মানবসম্পদে পরিণত করার মহান ব্রত নিয়ে বছরে প্রায় ২ লক্ষ যুব কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানে নিয়োজিত হচ্ছে। তিনি আরো বলেন, তারুণ্যের জয়যাত্রাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর যুবশক্তিকে মানবসম্পদে পরিণত করার লক্ষ্যে কর্মমুখী প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান ঋণ,

সংগঠনভিত্তিক স্বেচ্ছা ও সেবামূলক কাজে যুবদের সম্পৃক্তকরণে যুব উন্নয়ন অধিদপ্তর কার্যক্রম অব্যাহত আছে। যুব উন্নয়নে প্রশিক্ষণপ্রাপ্ত ঋণ গ্রহীতাদের উদ্দেশ্যে তিনি বলেন,আপনারা  যে কাজের জন্য ঋণ নিচ্ছেন সে কাজেই যেন ব্যবহার করা হয়।যুব উন্নয়নের ঋণের টাকা  টাকা দিয়ে মেয়ের বিয়ে  বা সুদে  লাগাবেন না। এ টাকা আপনাদের কর্মসংস্থানের জন্য দেওয়া হচ্ছে। 

 অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ আহমেদ, মতলব পৌরসভার প্রকৌশলী মোঃ ফেরদৌস আলম, মতলব প্রেসক্লাবের আহবায়ক মোঃ আমির খসরু প্রধান, উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণ,মতলব রেনেসা ইয়থ ক্লাবের আহবায়ক এম এ ইদ্রিস খান। এসময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ গোলাম রায়হান, মতলব প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম সারওয়ার সেলিমসহ যুব উন্নয়নের প্রশিক্ষণার্থী ও সাংবাদিকবৃন্দ। আলোচনা শেষে যুব উন্নয়নের বিভিন্ন প্রশিক্ষণার্থী ১০ জনকে ১ লক্ষ টাকা করে মোট দশ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। সবশেষে শপথ পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন। আলোচনা সভার আগে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্্যালী উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে সমাপ্তি হয়। 

প্রতিবেদক: মাহফুজ মল্লিক/১২ আগস্ট ২০২৫