চাঁদপুর পৌরসভা ৯নং ওয়ার্ড প্রফেসর পাড়া এলাকায় করোনো পরিস্থিতিতে আটকে পড়া ১২৫ পরিবারের মাঝে ৮-১০ কেজি করে চাল বিতরণ করেছেন ওই এলাকার বাসিন্দা মকবুল হোসেন গাজী। ২৯ মার্চ রোববার বিকেলে প্রতিনিধি হিসেবে তার পরিবারের সদস্যরা এসব বিতরণ করেন।
মো. মকবুল হোসেন গাজী চাঁদপুর জেলা যুবদলের সহ-কোষাধ্যক্ষ বিষয়ক সম্পাদক ও এলাকার তরুণ সমাজসেবক ও ব্যবসায়ী । তিনি এ কাজে এলাকার অন্যান্য বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
এদিকে মি. মকবুল আরেক ঘোষণায় তার ভাড়াটিয়াদের প্রতি মানবিক হয়ে চলমান পরিস্থিতি কাটিয়ে না উঠা পর্যন্ত বাসা ভাড়া ও যাবতীয় চার্জ মওকফু করার ঘোষণা দিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তি, ২৯ মার্চ ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur