চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট এলাকায় চাঁদপুর মেডিক্যাল সেন্টার এর ৩য় তলায় “যুবধারা কনজুমার কো-অপারেটিভ সোসাইটি লি:” এর অফিস উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১০ মার্চ) সকালে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল প্রধান অতিথি থেকে তা’ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আলোকিত চাঁদপুরের প্রকাশক ও সম্পাদক মোঃ জাকির হোসেন, সমিতির উপদেষ্টা এম.এ. নাফেরশাহ্, দি ইউনাইটেড হাসপাতাল এন্ড ডায়াগণষ্টিক সেন্টারের পরিচালক এস.এম. শাহ আলম রবিন।
সমিতির ব্যবস্থাপনা পরিচালক জুলহাস মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন দৈনিক আলোকিত চাঁদপুরে বার্তা সম্পাদক মিজান লিটন, বিশিষ্ট ব্যবাসায়ী মফিজুল ইসলাম, সমিতির কামরুল হাসান মেহেদী, আল-আমিন, লোকমান হোসেন সুজন, জাহিদুল ইসলাম, রবিউল আলম, ফারুক মিয়া, শ্যামলী দেবনাথ, রাবেয়া বেগম, রোকশানা বেগম, ফাতেমা বেগম, নূরুন্নাহার, হাসিনা, খাদিজা আক্তার সহ সমিতির বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন কোর্ট মসজিদের ইমাম মাওলানা কেফায়েত উল্যাহ।
করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সময় ১: ১৩ এএম, ১১ মার্চ ২০১৭, শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur