যুবদলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নতুন কমিটি

জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখায় নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন আগের কমিটি বিলুপ্ত করে নতুন এ আহ্বায়ক কমিটি অনুমোদন করেন।

বুধবার রাতে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহ-সভাপতি) কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন কমিটিতে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, তাসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু ও সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ।

ঢাকা মহানগর দক্ষিণের নতুন আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, যুগ্ম আহ্বায়ক এমএ গাফফার, ইকবাল হোসেন, মুকিত হোসেন ও সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।

টাইমস ডেস্ক/ ৯ আগস্ট ২০২৩

Share