কত কিছুই তো ভাইরাল হয় ইন্টারনেটে। সব কিছু আমার আপনার নজর কাড়ে না। তবে গত বছরে ইন্টারনেটে ভাইরাল হয়ে যাওয়া বহু ছবি বেশ কিছু মানুষের ভাগ্য বদলে দিয়েছিল। যেমন ধরুন পাকিস্তানের সেই নীল চোখের চা বিক্রেতা।
বা নেপালের সেই সুন্দরী তরকারিওয়ালি। নতুন বছরেও এমন ছবি ভাইরাল হল ইন্টারনেটে। নতুন বছরে প্রথম ইন্টারনেটে ঝড় তোলা ছবিটি একটি সুন্দরী মেয়ের। তবে তাঁর সৌন্দর্য রাতারাতি তাঁকে নেটদুনিয়ায় বিখ্যাত করে তোলেনি।
বরং তাঁর ভাইরাল হয়ে যাওয়া ছবিটি দেখে প্রশ্ন জাগছে তাঁর কটি পা? আপাতদৃষ্টিতে ছবিটি দেখে মনে হচ্ছে যুবতীর পায়ের সংখ্যা তিনটি।
আর এই তিন পেয়ে যুবতীকে দেখেই অবাক নেটদুনিয়া। এমন আশ্চর্য ছবির দিকে প্রায় মিনিট খানেক তাকিয়ে থাকলে বোঝা যায়, আসলে যুবতীর আমার-আপনার মতো ঠিক দুটো পা রয়েছে।
ছবি তোলার সময় তিনি কেবল মাটির ফুলদানি সঙ্গে নিয়েছেন। যাকে দেখে হুবহু তৃতীয় পায়ের মতো মনে হচ্ছে।
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১: ০০ এএম, ১৬ জানুয়ারি ২০১৭, সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur