Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় যুবতীকে মারধরের ভিডিও ভাইরাল করায় আসামির হুমকি
যুবতীকে

কচুয়ায় যুবতীকে মারধরের ভিডিও ভাইরাল করায় আসামির হুমকি

চাঁদপুরের কচুয়া উপজেলার বুধুন্ডা গ্রামে মোবাইল চুরির মিথ্যা অপবাদে এক অসহায় যুবতীকে অমানবিক ভাবে নির্যাতন করার অভিযোগে দায়েরকৃত মামলার অন্যতম আসামি সফিকুল ইসলাম অবশেষে জেল থেকে জামিনে এসে ফেসবুকে শেয়ার দেয়া প্রতিবাদী যুবক ফয়সাল বিএসসি নামের এক যুবককে গরম পানি দিয়ে ঝলসে দেয়ার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ওই যুবক ফয়সাল আহমেদ বিএসসি বাদী হয়ে নিজের জীবনের নিরাপত্ত চেয়ে কচুয়া থানায় শুক্রবার রাতে হুমকিদাতা সফিকুল ইসলামের বিরুদ্ধে একটি জিডি (অভিযোগ) দায়ের করেছেন।

যুবতীকে

প্রতিবাদী যুবক ফয়সাল

প্রসঙ্গত, গত মঙ্গলবার বিকালে উপজেলার বুধুন্ডা গ্রামের আমানিয়া প্রধানীয়া বাড়ির অধিবাসী মৃত. ছিফায়েত উল্যাহ’র মেয়ে লিপি আক্তার সুমির একটি মোবাইল চুরি হয়। এ ঘটনায় একই বাড়ির ইলিয়াস মিয়ার কন্যা ইয়াসমিন আক্তারকে সন্দেহ করে জিজ্ঞাসাবাদ করে। পরে ইয়াসমিন আক্তার মোবাইল চুরির বিষয়টি অস্বীকার করলে এক পর্যায়ে ইয়াসমিনের ঘর থেকে মোবাইল উদ্ধার হয়।

এ নিয়ে লিপি আক্তার সুমির শ্বশুর সফিকুল ইসলাম,ভাসুর শাহজালাল ও ভাই মেহেদী হাসান ক্ষিপ্ত হয়ে ইয়াসমিনকে এলোপাতাড়িভাবে মারধর করেন। পরে নির্যাতনের শিকার অসহায় যুবতী জ্ঞান হারিয়ে ফেলেন এবং ওই ভিডিওটি বেশ কয়েকটি যুবকের মোবাইলে পোস্ট দিলে ভাইরাল হলে কচুয়া থানা পুলিশ

একই গ্রামের অভিযুক্ত শাহজালাল হোসেন, সফিকুল ইসলাম ও মেহেদী হাসান গ্রেফতার করে চাঁদপুর জেল হাজাতে প্রেরণ করে।

অন্যদিকে যুবতী ইয়াসমিনকে মারধরের ঘটনায় বুধবার দুপুরে ৪জনের নাম উল্লেখ ও ৩জনকে অজ্ঞাত আসামি করে তার মা পারভীন বেগম কচুয়া থানায় একটি মামলা দায়ের করেন। যার নং-২১,তারিখ: ২৮.০৭.২০২১ খ্রি: ।

এ ব্যাপারে কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, যুবক ফয়সাল আহমেদ একটি লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগটি তদন্তপূর্বক দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

কচুয়া প্রতিনিধি