শিমুল হাছান:
ফরিদগঞ্জে ১৪ ঘন্টার ব্যবধানে পৃথক পৃথক স্থানে যুবক-যুবতীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
জানা যায়, ২১ জুন (রোববার) রাত ১০ টার দিকে উপজেলার রুপসা উত্তর ইউনিয়নে বারপাইকা গ্রামের মিজি বাড়ির কাদের আলী মিজির ছেলে শাকিল(২২) পার্শবর্তী বাড়ির একটি আম গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সংবাদ পেয়ে পুলিশ শাকিলের লাশ উদ্ধার করার পর ময়না তদন্ত সম্পন্ন করে সোমবার বিকালে তার নিজ বাড়িতে দাফন করা হয়।
এব্যাপারে শাকিলের ভাই এমরান মিজি বাদী হয়ে সোমবার সকালে একটি অপমৃত্যু মামলা করেছে।
অপরদিকে শাকিলের মৃত্যুর ১৪ ঘন্টা পরে ২২ জুন (সোমবার) দুপুর ১২ ঘটিকার সময় ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের হর্নিদুর্গাপুর গ্রামের হাজী (ভুঁইয়া) বাড়ির মনু মিয়া মেয়ে এইচ.এস.সি পরীক্ষার্থী আছিয়া আক্তার মুক্তা(১৭) তার নিজ বসত ঘরের ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।
এব্যাপারে আছিয়া আক্তারের পরিবার একটি অপমৃত্যু মামলা করেছে।
এ বিষয়ে এলাকাবাসির মাঝে নানা গুঞ্জন রয়েছে। গুনজনের বিষয়ে এসআই আব্দুল আউয়াল ও এসআই নুরুল ইসলাম বলেন, গুনজনের বিয়ে তদন্ত চলছে তদন্ত শেষে বলা যাবে কি কারনে তারা আত্নহত্যা করেছে।
এব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি আব্দুর রকিব জানান, মৃত শাকিল ও আছিয়ার পরিবারের পক্ষ থেকে অপমৃত্যু মামলা দায়ে করা হয়েছে।
প্রতিবেদক : শিমুল হাছান, ২২ জুন ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur