হাইমচরে যুবকের রহস্যজনক মৃত্যু, স্ত্রী আটক

চাঁদপুরের হাইমচর উপজেলার গন্ডামারা গ্রামের পারিবারিক কলহে জেরে আরমান নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু।

ঘটনার পরই পুলিশ আরমান হত্যা অভিযোগে আরমানে স্ত্রী সাথী আক্তার (২৫)কে আটক করেছে।

এ ব্যাপারে নিহত আরমানে পিতা তোফায়েল কবিরাজ বাদী হয়ে হাইমচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ছেলের বউ ও লোকজন নিয়ে আরমানকে হত্যা করেছে এমনটাই অভিযোগ পিতা তোফায়েল কবিরাজের।

২৫ আগস্ট বুধবার সন্ধ্যা ৭ টার দিকে হাইমচর উপজেলার গন্ডামারা গ্রামের আরমান হোসেনের সাথে ফরিদগঞ্জ উপজেলার বিশকাটালী গ্রামের মনা মিয়া গাজী মেয়ে সাথী আক্তারের সাথে পারিবারিক কলেহের এক পর্যায় তাকে কাঠ দিয়ে মাথায় আঘাত করে।

এ ব্যাপারে মামলার বাদি তোফায়েল কবিরাজ জানান, আমার ছেলে কাজ করে দেরিতে আসায় ছেলের সাথে ঝগড়া করে। ছেলেকে জিজ্ঞাসা দেরি হল কেন সে বলেছে টাকা জন্য কাজ করছি। বউ উঠে বলল এমন টাকা প্রয়োজন নেই।

এক পর্যায়ে দুই জনের মধ্যে ঝগড়া সন্ধ্যায় লোকজন দিয়ে মেরে আমাকে খবর দেয় আমরা ছেলে ফাঁসি দিয়েছে। আমার ছেলের মাথার থেকে রক্ত পড়তেছে। আমি আমার ছেলে হত্যার বিচার চাই। এর আগে এ বউ ঘরে আগুন লাগিয়ে দিয়ে বাপের বাড়িতে চলে যায়। তাদের মধ্যে প্রায় ঝামেলা লেগে থাকতো।

এ ব্যাপারে হাইমচর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান মোল্লা জানান, নিহত আরমানের পিতা বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামিকে আটক করতে সক্ষম হয়।

বাকী আসামিদের ধরার অভিযান চলমান রয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুরে প্রেরণ করা হয়েছে। মামলা হয়েছে বিষয়টি আইনী প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিবেদকঃ মো. ইসমাইল, ২৬ আগস্ট ২০২১

Share