চাঁদপুর শহরের জামতলা এলাকায় প্রতিপক্ষের পিটুনিতে নিহত যুবকের মরদেহ নিয়ে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন স্বজন ও এলাকাবাসী।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে নিহত সাদ্দাম হোসেনের বাড়ী থেকে মরদেহ নিয়ে মিছিলটি চাঁদপুর মডেল থানা অভিমুখে রওয়ানা হয়।
থানা মুখে প্রবেশ করার সময় কালিবাড়ি এলাকায় পুলিশ তাদেরকে বাঁধা প্রদান কর।
পরে তারা পুরনারায় লাশ নিয়ে বাড়িতে চলে যায়। নিহত সাদ্দামের মামা সাব্বির জানান, বিকেলে সাদ্দামের নামাজে শেষে লাশ দাফন করা হয়েছে। তারা হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।
প্রসঙ্গত, শহরের জামতলা এলাকায় গত ১৬ ডিসেম্বর রাত ১০টায় পূর্ব শুত্রুতার জের ধেরে একই এলাকার মোখলেছুর রহমান ভুইয়া, তার ছেলে হৃদয়সহ পরিবারের অন্যান্য সদস্যরা দেশিয় অস্ত্র দিয়ে পিটিয়ে সাদ্দাম হোসেনকে মারাত্মক আহত করে।
পরে ২১ ডিসেম্বর সকাল সাড়ে ৭টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাদ্দাম হোসেনের মৃত্যু হয়।
এ ঘটনায় ১৩ জনের নাম উল্লেখপূর্বক একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক ।। আপডটে, বাংলাদশে সময় ০৩ : ৩০ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৬ শুক্রবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur