Home / তথ্য প্রযুক্তি / যুবকের বিয়ের প্রস্তাবে যা বললো রোবট সোফিয়া!
যুবকের বিয়ের প্রস্তাবে যা বললো রোবট সোফিয়া!

যুবকের বিয়ের প্রস্তাবে যা বললো রোবট সোফিয়া!

বিশ্ব মাতাচ্ছে কিছুদিন আগে বাংলাদেশ মাতিয়ে যাওয়া রোবট সোফিয়া। সৌদির এই সিটিজেন নারী রোবট বিশ্বের এখন দ্বিতীয় সর্বোচ্চ জনসংখ্যার দেশ ভারতে। সেখানে গিয়ে সে নিজেকে সাজিয়েছে দেশটির ঐতিহ্যবাহী পোশাক শাড়িতে। সাজসজ্জা অবস্থায় দেখে সোফিয়াকে একজন বিয়ের প্রস্তাব দিয়ে বসে। কিন্তু সেই প্রস্তাবে সরাসরি ‘না’ বলে দিয়েছে এই বেরসিক রোবট মানবী সোফিয়া।

ভারতের একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, দেশটির বাণিজ্যিক রাজধানী বলে খ্যাত এবং বলিউডের সুবাদে সিনেনগর হিসেবে পরিচিত মুম্বাইয়ের IIT-Bombay Techfest নামের একটি তথ্যপ্রযুক্তিমেলায় আমন্ত্রণ পেয়ে হাজির হয়েছিল সোফিয়া। সেখানে সে মানুষ ও যন্ত্রের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছে। ৩০০০-এরও বেশি লোকের সমাবেশে এ বিষয়ে অসংখ্য প্রশ্নের জবাব দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাধারী এই যন্ত্রমানবী।

তবে মূল ভেন্যুতে ইন্টারন্টে সংযোগের দুর্বলতার কারণে রোবট সোফিয়াকে বেশ কবার হোঁচট খেতে হয়েছে বলে জানা গেছে। এ সত্ত্বেও সব মিলিয়ে হাজারো প্রযুক্তিপ্রেমীর মন ঠিকই রাঙাতে পেরেছে সে।

কেউ কেউ সোফিয়ার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ার আগ্রহও প্রকাশ করবার মনোবাসনার কথা জানিয়েছেন। একজন তিনি শাড়িপরা সোফিয়াকে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে বসেন।

কিন্তু এমন রোমান্টিক প্রস্তাবেও সোফিয়ার যান্ত্রিক হৃদয় মোটেই গলেনি। প্রস্তাবটি ফিরিয়ে দিতে মুহূর্তকাল দেরি করেনি সে। সোফিয়া বলেছে, ‘আমি সবিনয়ে প্রস্তাবটি ফিরিয়ে দিচ্ছি। তবে আপনার এই শুভেচ্ছার জন্য আপনাকে ধন্যবাদ’।

সে কোন ভাষায় কথা বলে এই মর্মে সোফিয়াকে প্রশ্ন করেছিলেন একজন। জবাবে সোফিয়া বলেছে, ‘এখন আমার বয়স মাত্র ২ বছর। তাই এখন পর্যন্ত আমি কেবল ইংরেজি ও চীনা ভাষা জানি। তবে বছর কয়েকের মধ্যে আমি দুনিয়ার সব ভাষায় কথা বলতে পারবো।’

সোফিয়া নামের এই নারী রোবটটির নির্মাতা হংকংভিত্তিক হানসন রোবোটিক্স (Hanson Robotics)। এ নিয়ে প্রযুক্তিপ্রেমীদের আগ্রহ ও কৌতূহল ছিল তুঙ্গে। কিন্তু সৌদি আরব যখন রোবট সোফিয়াকে নাগরিত্ব দেবার ঘোষণা দিয়ে বসে তখন দুনিয়াজুড়ে তোলপাড় শুরু হয়।

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ৬:১০পিএম, ১ জানুয়ারি ২০১৮, সোমবার
এএস