যুদ্ধপরিস্থিতি পর্যবেক্ষণে প্রধানমন্ত্রীর নির্দেশ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধপরিস্থিতি পর্যবেক্ষণে রাখতে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিদের নিরাপদে ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ নিতেও বলেছেন তিনি।

সোমবার ২৮ ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড.খন্দকার আনোয়ারুল ইসলাম সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

বিষয়টি বাংলাদেশ এখনও পর্যবেক্ষণ করছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন,‘এ বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। ডেফিনেটলি আমরা তো যুদ্ধের পক্ষে কোনো কথা বলিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি আরও দুয়েকদিন অবজার্ভ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’

পোল্যান্ড ও রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতরা ইতোমধ্যেই বিষয়টি পর্যবেক্ষণ করছেন উল্লেখ করে তিনি বলেন, ‘সেখানে বাংলাদেশিদের কী অবস্থা,তারা আপডেট দিচ্ছেন। সব জিনিসই তারা অবজার্ভ করছেন,আমাদের সঙ্গে যোগাযোগ আছে।’

২৮ ফেব্রুয়ারি ২০২২,
এজি

Share