যুক্তরাজ্যের ভিসা অফিস বাংলাদেশ থেকে ভারতের দিল্লিতে স্থানান্তর হওয়ার কারণে ভিসা পেতে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন যুক্তরাজ্যের হাইকমিশনার এলিসন ব্লেক।
তিনি বলেন, ‘যুক্তরাজ্যের ভিসার জন্য এখনও বাংলাদেশে ৮০ শতাংশ কাজ হয়ে থাকে। আর ২০ শতাংশ কাজ দিল্লিতে হয়। তা ছাড়া ভিসা আবেদনের কাজ এখন অনলাইনে হয়ে থাকে। তাই ভিসা পেতে তেমন জটিলতা হবে না।’
সচিবালয়ে রবিবার সকালে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে সাক্ষাতে যুক্তরাজ্যের হাইকমিশনার এলিসন ব্লেক এ কথা বলেন। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন রাশেদ খান মেনন।
যুক্তরাজ্যের হাইকমিশনার এলিসন ব্লেককে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী বলেন, ‘যুক্তরাজ্যের ভিসা অফিস দিল্লিতে চলে যাওয়ায় সিলেটিরা বেশি হতাশা প্রকাশ করেছেন। সিলেটিরা জানায়, এ জন্য তাদের অনেক কষ্ট করতে হবে।’
এ বিষয়ে যুক্তরাজ্যের হাইকমিশনার বলেন, ‘আমরা মূলত নিজেদের খরচ কমাতেই এ সিদ্ধান্ত নিয়েছি। আর অন্য কোনো কারণ নেই। তারা (সিলেটিরা) যে সমস্যার কথা জানাচ্ছে এটা এতো প্রকট হবে না।’
এলিসন ব্লেক বলেন, ‘বর্তমানে বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে তা সন্তোষজনক। আর যুক্তরাজ্যের ন্যাশনাল সিকিউরিটিজ থেকে যেসব প্রস্তাবনা দেওয়া হয়েছে তা পূরণ করতে হবে। বিশেষ করে নিরাপত্তা বিষয়ক একটি যৌথ সভা আয়োজন করতে হবে। যেখানে বিভিন্ন দেশের এভিয়েশনের সিকিউরিটি ব্যবস্থা নিয়ে আলোচনা হবে।
নিউজ ডেস্ক || আপডেট: ০১:৩৭ পিএম, ৩১ জানুয়ারি ২০১৬, রোববার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur