গুলশানের সন্ত্রাসী হামলায় নিহত জাপানি নাগরিকদের প্রতি সমবেদনা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবের কাছে লেখা এক চিঠিতে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
শুক্রবার জাপানের প্রধানমন্ত্রীকে লেখা ওই চিঠিতে বারাক ওবামা গুলশানের আর্টিসান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় নিহত লোকজনের পরিবার ও বন্ধুদের প্রতি আন্তরিক ও গভীর সমবেদনা জানান। আহত জাপানিদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
চিঠিতে ওবামা বলেন, সন্ত্রাসবিরোধী লড়াইয়ে জাপান, বাংলাদেশ ও বাকি আন্তর্জাতিক সম্প্রদায়ের পাশে সব সময় থাকবে যুক্তরাষ্ট্র।
এর আগে অবশ্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বারাক ওবামার পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছিলেন। তিনি বলেছিলেন, সন্ত্রাস নির্মূলে বাংলাদেশকে সব ধরনের সহায়তা দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত আছে।
উল্লেখ্য, গত ১ জুলাই (শুক্রবার) রাতে গুলশান-২ নম্বরের হলি আর্টিসান রেস্টুরেন্টে অস্ত্রধারীদের হামলায় দেশি-বিদেশি ২০ জন নিহত এবং দুই পুলিশ কর্মকর্তা মারা যান। নিহতদের মধ্যে ৯ জন ইতালীয়, ৭ জন জাপানি ও একজন ভারতের নাগরিক রয়েছেন। বাকি তিনজন বাংলাদেশি।
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ৫:০০ এএম, ৯ জুলাই ২০১৬, শনিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur