সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা প্রায় ২ মাস টরন্টোতে থাকার পর কানাডা ত্যাগ করেছেন। গত রবিবার এয়ার কানাডার একটি বিমানে তিনি যুক্তরাষ্ট্রে গেছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
গত মাসেও তিনি নিউইয়র্ক ঘুরে এসেছিলেন। কিন্তু এবার ফেরার সম্ভাবনা নেই বলে একটি সূত্র জানিয়েছে। অবশ্য তার ছোট মেয়ে আশা সিনহা কানাডার ম্যানিটোবাতেই আছেন।
বিচারপতি সিনহা গত বছরের ১০ নভেম্বর সিঙ্গাপুর থেকে টরন্টো এসে পৌঁছেন। ডাউনটাউনে ভাড়া করা একটি বাসায় তিনি এতদিন ছিলেন। দীর্ঘ ২ মাসে তিনি কাছের মানুষ ছাড়া আর কারো সঙ্গে দেখা করতে চাননি। তবে যাবার প্রাক্কালে টরন্টোর সংবাদমাধ্যমের সম্পাদকদের সাথে অনানুষ্ঠানিক সাক্ষাত্ করলেও তাকে নিয়ে সংবাদ পরিবেশন করতে অস্বীকৃতি জানান।
উল্লেখ্য, কথা প্রসঙ্গে সাবেক এই প্রধান বিচারপতি জানান, তিনি এখন স্মৃতিকথা লেখার প্রস্ততি নিচ্ছেন। স্মৃতিকথা অনুলিখনের জন্য এক প্রবাসী বাঙালির সহায়তা নেবেন বলেও জানান। তিনি আরো জানান, পরিবেশ অনুকূলে এলে দেশে ফিরবেন।
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১২ : ১০ পিএম, ১৩ জানুয়ারি ২০১৮, শনিবার
এইউ