চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৪নং সুবিদপুর ইউনিয়নের কাইতাড়া গ্রামের অবসরপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ও সমাজসেবী ডা. আবদুল কুদ্দুস মৃত্যুবরণ করেছেন। যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় ৭ সেপ্টেম্বর সোমবার, সকাল ৭ টার দিকে ইন্তেকাল করেন (ইন্না….রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ নানা জটিল রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে, চার মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
কর্মময় জীবনে তিনি প্রাণী সম্পদ চিকিৎসক হিসাবে ১৯৮৭ সালেন অবসর গ্রহণ করেন। অবসরের পর তিনি নিজ এলাকায় বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে নিজেকে সম্পৃক্ত করেন। যার মধ্যে অন্যতম ফরিদগঞ্জের ৪নং সুবিদপুর (পঃ) ইউনিয়নের ঐতিহ্যবাহী টোরা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স ভবন। এ প্রতিষ্ঠানটি দীর্ঘ কয়েক দশক ধরে নানা জটিলতায় বন্ধ হবার উপক্রম হলে প্রতিষ্ঠানটি নতুন উদ্যোগে চালুর জন্যে তিনি এগিয়ে আসেন। তিনি এ প্রতিষ্ঠানের কর্ণধার হিসেবে দীর্ঘদিন এতিমদের অভিভাবকের ভূমিকায় দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি নিজ বাড়ির আঙিনায় কয়েশতক জমি দান করে আধুনিক ভবনে কাইতাড়া মুন্সী বাড়ি জামে মসজিদ প্রতিষ্ঠা করেন ।
এদিকে ডাঃ আঃ কুদ্দুসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ঘনিয়া সায়্যেদিয়া দরবার শরীফের বর্তমান পীর ও টোরা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স এর সভাপতি হাফেজ মাওলানা জুনায়েদুল হক নকশেবন্দী , সুবিদপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও টোরা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স এর কার্যকরি সভাপতি মোঃ বাচ্চু মিয়া মজুমদার, মরহুমের দীর্ঘদিনের সহকর্মী ফরিদগঞ্জ উপজেলা সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোঃ হেলাল।
৮ সেপ্টেম্বর মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে মরহুমের জানাযা ও দাফন সম্পন্ন হওয়া কথা রয়েছে।
প্রতিবেদক : এবি সিদ্দিক, ৭ সেপ্টেম্বর ২০২০