যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হতে পারে আগামীকাল সোমবার। আজ রোববার বিভিন্ন অঙ্গরাজ্যে টিকা পৌঁছানোর কাজ সম্পন্ন হতে পারে।
টিকা সরবরাহের দায়িত্বে থাকা মার্কিন সেনাবাহিনীর কর্মকর্তা জেনারেল গুস্তাভ পারনা গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বলে বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়েছে।
তিনি বলেন, সোমবার স্থানীয় সময় সকাল নাগাদ টিকা দেওয়া শুরু হতে পারে।
এর আগে গত শুক্রবার মার্কিন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজারের টিকা জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন দেয় যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। তারপরই দেশজুড়ে টিকা পৌঁছানোর কাজ শুরু হয়ে যায়। ফাইজারের টিকাটি উদ্ভাবনে সহযোগিতা করেছে জার্মানির জৈব প্রযুক্তি প্রতিষ্ঠান বায়োএনটেক। এ টিকা ১৬ বছর বা তার বেশি বয়সীদের দেওয়া হবে বলে জানিয়েছে এফডিএ।
জেনারেল গুস্তাভ পারনা সংবাদ সম্মেলনে বলেন, সোমবার নাগাদ যুক্তরাষ্ট্রের ৬৩৬ জায়গার মধ্যে ১৪৫টিতে টিকা সরবাহের কাজ সম্পন্ন হবে। বাকি জায়গাগুলোয় মঙ্গলবার ও বুধবার নাগাদ টিকা পৌঁছে যাবে।
বার্তা কক্ষ,১৩ ডিসেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur