Home / আন্তর্জাতিক / উত্তর কোরিয়াকে যে হুমকি দিলেন : ডোনাল্ড ট্রাম্প
donald tramp

উত্তর কোরিয়াকে যে হুমকি দিলেন : ডোনাল্ড ট্রাম্প

উত্তর কোরিয়াকে আবারও হুঁশিয়ার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন,‘যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কিছু করে থাকলে উত্তর কোরিয়ার ভড়কে যাওয়া উচিত। আরও বেশি দমে যাওয়া উচিত । তারা যদি সমঝে না চলে,তাহলে কিছু জাতি যে শিক্ষাটা পেয়েছে,তারাও একই সমস্যায় পড়বে।’

শুক্রবার (১১ আগস্ট) বিবিসি অনলাইনের খবরে জানা যায়,ট্রাম্প উত্তর কোরিয়াকে আবারও সতর্ক করে বলেছেন,‘এর আগে উত্তর কোরিয়াকে হুঁশিয়ার করাটা যথেষ্ট হয়নি।’

প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি গুয়ামের কাছে চারটি ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনার ঘোষণা দিয়েছে পিয়ংইয়ং। এরপরই আবার এ হুঁশিয়ারি দিলেন ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস সতর্ক করে বলেছেন,‘উত্তর কোরিয়ার সঙ্গে সংঘর্ষ ‘দুর্যোগ’ ডেকে আনতে পারে।’ কূটনৈতিক সমাধানই ফলপ্রসূ হতে পারে বলে তিনি মন্তব্য করেন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবল বলেন,‘উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধে হলে তাতে যোগ দিতে তাঁর দেশ পুরোপুরি প্রস্তুত। যুক্তরাষ্ট্রের ওপর হামলা হলে আনজুস চুক্তি কার্যকর হবে। যুক্তরাষ্ট্রের দিকে অস্ট্রেলিয়া সাহায্যের হাত বাড়িয়ে দেবে। অস্ট্রেলিয়ার ওপর হামলা হলে যেভাবে যুক্তরাষ্ট্র সহায়তা করবে সেভাবে আমরাও তাদের পাশে দাঁড়াব।’

গেলো জুলাই মাসে আন্ত:মহাদেশীয় দু’টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এরপর থেকেই ক’সপ্তাহ ধরে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বেড়েছে। জাতিসংঘ পরমাণু অস্ত্র কর্মসূচি চালিয়ে যাওয়ায় পিয়ংইয়ংয়ের ওপর আবার অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি অনুমোদন করেছে ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতা কিম জং উনের মধ্যে এখন হুঁশিয়ারি,পাল্টা হুঁশিয়ারি চলছে।

নিউজ ডেস্ক
আপডেট, বাংলাদেশ সময় ১২:১০ পিএম,১১ আগস্ট ২০১৭,শুক্রবার
এজি

Leave a Reply