রাজনীতি

নেতাকর্মীদের প্রশ্নের জবাবে যা বললেন খালেদা

লন্ডন থেকে চিকিৎসা শেষে টানা ৯৪ দিন পর দেশে ফিরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘আমি ভালো অাছি, সুস্থ আছি।’

সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কে এলে দলের নেতাকর্মীরা খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে চান। এসময় তিনি এ কথা বলেন।

খালেদা জিয়ার মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ কথা জানিয়েছেন।

তিনি জানান, বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বিএনপি চেয়ারপারসন প্রধান সড়কে এলে অপেক্ষমাণ নেতাকর্মীরা উচ্চস্বরে ‘ম্যাডাম কেমন আছেন’ জানতে চান। নেতাকর্মীদের এমন প্রশ্নের জবাবে তিনি ভালো আছেন, সুস্থ আছেন বলে জানান। পরে নেতাকর্মীরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। স্লোগানে স্লোগানে বিমানবন্দর এলাকা মুখরিত করে তোলেন।

এর আগে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে বিকেল ৫টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখানে দলের মহাসচিব ও শীর্ষ নেতারা তাকে অভ্যর্থনা জানান।

দুই ঘণ্টা যানজটের কবলে পড়ে রাত ৭টা ৫৪ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজাতে পৌঁছান বেগম জিয়া। রাত ৮টা ২৫ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিএনপি চেয়ারপারসনের বাসভবনে দলের স্থায়ী কমিটির কয়েকজন সদস্য অবস্থান করছেন বলে জানা গেছে।

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ ১ : ০০ পিএম, ১৯ অক্টোবর, ২০১৭ বৃহস্পতিবার
এইউ

Share